দোয়ারাবাজারে জমিয়ত প্রার্থীর সমর্থনে পথসভা
- আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৮:২৯:০৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৮:২৯:০৯ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি ::
সুনামগঞ্জ ৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নূরুল হকের সমর্থনে দোয়ারাবাজারে শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় শোডাউন শেষে উপজেলা সদরে জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা সভাপতি মাওলানা আবদুল হামিদের সভাপতিত্বে ও উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ আবদুল গফফার রায়হানের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক-দোয়ারাবাজার আসনে জমিয়তের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ নূরুল হক।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা সাজিদুর রহমান, জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা আবুল ফজল, জেলা জমিয়তের সাধারণ স¤পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, মাওলানা আবদুল আহাদ নোমানী, ছাতক উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা গৌছ উদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজ সাইদুর রহমান, সাংগঠনিক স¤পাদক মাওলানা আলী আহমদ, ইউরোপ জমিয়ত নেতা মুফতি লুৎফুর রহমান বিন নূরী, দোয়ারাবাজার জমিয়তের সাধারণ স¤পাদক মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা শফিক উদ্দিন, মাওলানা বদরুল আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ নূরুল হক বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম আমাকে মনোনীত করেছে, খেজুর গাছ প্রতীককে বিজয়ী করলে ছাতক-দোয়ারাবাজার উপজেলাকে আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তরিত করা হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দোয়ারাবাজার প্রতিনিধি