তাহিরপুরে সোনা মিয়া হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন
- আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৮:১৯:৪৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৮:১৯:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে সোনা মিয়া (৬৫) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার এবং আসামিদের দায়ের করা ‘মিথ্যা লুটের মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের একতা বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নিহতের ছেলে আব্দুল হামিদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার চাচাতো ভাই সামছুল হক।
লিখিত বক্তব্যে তিনি জানান, হলহলিয়া গ্রামের সোনা মিয়াকে হত্যা করার পর আসামিপক্ষ ঘটনাটি ধামাচাপা দিতে নিজেদেরই বাড়িঘর ও মালামাল সরিয়ে নেয় এবং পরে উল্টো তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ভাঙচুর ও লুটের মিথ্যা মামলা দায়ের করে। গত ২৬ অক্টোবর মৃত আমির আলীর ছেলে সুলতান মিয়া বাদী হয়ে ৪২ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭০/৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। এ ঘটনায় পরিবারসহ আতঙ্কে দিন কাটছে দাবি করে তারা বলেন, প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৪ নং বড়দল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য রুপন মিয়া, সাবেক ইউপি সদস্য হযরত আলী, ডাক্তার গফুর, নিহতের স্ত্রী ফিরোজা বেগম, ছেলে আব্দুল হামিদ, নিহতের ভাতিজা জুনাব আলী, শামসুল ইসলাম, নিহতের বড় ভাই চান্দু মিয়া প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ