সুনামগঞ্জের ৩টি আসনে প্রার্থী ঘোষণা, বাকি দুই আসনে অপেক্ষা
বিএনপি’র মনোনয়ন পেলেন মিলন, কয়ছর, আনিসুল
- আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৮:০৫:৪৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৮:০৫:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড় হবে বলে জানান তিনি।
এরমধ্যে সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে ৩টি আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণা করা হয়। সুনামগঞ্জ-১ আসনে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ স¤পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আনিসুল হক, সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এবং সুনামগঞ্জ-৫ আসনে জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন মনোনয়ন পেয়েছেন। সুনামগঞ্জ-২ এবং সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র প্রার্থীদের নাম কয়েক দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউস বলেন, প্রাথমিক পর্যায়ে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। যেহেতু বিএনপি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। সে কারণে কিছু আসন শরীকদের ছাড় দেয়া হবে। বাকি আসনগুলোর সিদ্ধান্ত শীঘ্রই জানানো হবে।
সুনামগঞ্জের প্রার্থী মনোনয়নের বিষয়ে জিকে গউস বলেন, সুনামগঞ্জ ১, ৩ ,৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে দল। সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪ আসনের বিষয়ে এখনো সিদ্ধান্ত জানানো হয়নি। জোটে ছাড় দেয়া হবে কি-না এ বিষয়ে জানতে আরও কিছু অপেক্ষা করতে হবে।
এদিকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রাপ্তির পর অনুভূতি ব্যক্ত করেছেন প্রার্থীরা। তারা দলের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানিয়েছেন।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আনিসুল হক বলেন, আমাকে মনোনয়ন দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আসনে যারা মনোনয়ন চেয়েছিলেন তারা সকলেই রাজপথের যোদ্ধা। আমি সবার সহযোগিতা চাই। আমরা ঐক্যবদ্ধভাবে দলের বিজয় নিশ্চিত করবো।
সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ বলেন, আগামী জাতীয় নির্বাচন বিএনপির জন্য অনেক গুরুত্বপূর্ণ। দল যে দায়িত্ব আমাকে দিয়েছে আমি তা পালন করবো। আমি দলের প্রধান তারেক রহমান ও মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আমার নির্বাচনী আসনের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীর সহযোগিতা কামনা করছি। সবাই ঐক্যবদ্ধ থাকলে বিএনপির জয় হবেই।
সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি’র প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, আমি মনোনয়ন পেয়েছি, এটি আমার জন্য গুরু দায়িত্ব। ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করা আমাদের সকলের দায়িত্ব। মনোনয়ন দেয়ায় দলের হাইকমান্ডের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
এদিকে দলীয় প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ