নতুন নতুন শর্ত দিয়ে গণতন্ত্রের পথ সংকটাপন্ন করা হচ্ছে : তারেক রহমান
- আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৮:৫৮:৫৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৮:৫৮:৫৪ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ প্রবাসীদের জন্য সম্মানজনক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নতুন নতুন শর্ত দিয়ে গণতন্ত্রের পথকে সংকটাপন্ন করা হচ্ছে। রবিবার গুলশানের হোটেল লেকশোরে বিএনপির অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি একথা বলেন।
এ সময় তিনি প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ কর্মসূচির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন করেন।
তিনি বলেন, বিএনপির বিজয় ঠেকাতে আবারও একটি সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসীরা যদি ঐক্যবদ্ধ থাকে তবে কোনো ষড়যন্ত্র বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।
যথাসময়ে নির্বাচন হবে কিনা, জনমনে এমন সংশয় ও সন্দেহ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, এমন হবার কথা ছিল না। আগামীর জাতীয় নির্বাচন নিয়ে জনগণের সংশয় সন্দেহ গণতন্ত্র উত্তরণের পথকে সংকটাপন্ন করে তুলতে পারে। কৌশল ও অপকৌশলের পার্থক্য বুঝতে ব্যর্থ হলে অগণতান্ত্রিক বা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনাশর্তে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কিনা এমন বিপদের কথাও সব রাজনৈতিক দলগুলোকে স্মরণ রাখার বিনীত অনুরোধ রাখেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক