সুনামগঞ্জ , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে ৯৫০ রাউন্ড শর্টগানের কার্তুজসহ গ্রেপ্তার ২ বাম দল-সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে যুক্তফ্রন্ট গঠনের আহ্বান সিপিবির বিচারকদের নিরাপত্তাসহ ২ দাবি, না মানলে রবিবার থেকে কলম বিরতি ভোটের মাঠে সক্রিয় বিএনপি’র মনোনয়নবঞ্চিত কামরুজ্জামান কামরুল আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ : প্রধান উপদেষ্টা বিদ্রোহীদের চ্যালেঞ্জের মুখে দলীয় প্রার্থী প্রসঙ্গ হ্যাঁ-না : চার প্রশ্নের উত্তর একটাই ধানের শীষকে বিজয়ী করলে সকলেই ভালো থাকবে : কলিম উদ্দিন মিলন আ.লীগের ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ৬ জন গ্রেপ্তার জাতীয় নির্বাচনের দিনই গণভোট লকডাউনের প্রভাব পড়েনি বিমানবন্দর-রেল-মেট্রো-টার্মিনালে কড়া সতর্কতা, নিরাপত্তা বলয়ে দেশ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সুশাসন প্রতিষ্ঠিত হবে : আনিসুল হক ধোপাজানে টাস্কফোর্সের অভিযানে ৫ নৌকা, ৮ ড্রেজার জব্দ অক্ষত বাঁধকে ক্ষতিগ্রস্ত না দেখানোর দাবি আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ‎ভিডব্লিউবি কার্ডে অনিয়ম-দুর্নীতি: যাচাই-বাছাইয়ে টাকার বিনিময়ে তালিকাভুক্তি নির্বাচনি প্রচারণায় বন্ধ হচ্ছে পোস্টার পিআর, গণভোটের অজুহাত সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে :কলিম উদ্দিন আহমেদ মিলন

উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে উত্তাল সিলেট ৬ ঘণ্টা সড়ক অবরোধ

  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৮:৩৭:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৮:৩৯:৩৪ পূর্বাহ্ন
উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে উত্তাল সিলেট ৬ ঘণ্টা সড়ক অবরোধ
সুনামকণ্ঠ ডেস্ক :: চট্টগ্রাম মহানগরের জন্য ৩ হাজার ১০০ কোটি, ঢাকা, খুলনা ও বরিশাল মহানগরের জন্য ২ হাজার ৪০০ কোটি টাকা করে বরাদ্দ হয় সহজে। একই সময়ে সিলেট মহানগরের বেলায় বরাদ্দের ১৯ কোটি ফিরিয়ে নেওয়া হয় কাটছাঁট করে কমাতে। পর্যটন নগরে হিসেবে বিশেষ ট্রেন দেওয়ার কথা থাকলেও ফিরিয়ে নেওয়া হয়। অদৃশ্য কারণে বন্ধ হয়ে যায় সিলেট-ঢাকা, সিলেট-কক্সবাজার রেলপথের দুটি ট্রেন। ওয়াসা প্রতিষ্ঠার নামে কয়েক বছর ধরে খাবার পানি বন্ধ রাখা, ২ হাজার ৪০০ কোটি টাকার রাস্তাঘাট উন্নয়নের প্রকল্প সরিয়ে নেন সচিব। এ রকম অগণিত উন্নয়ন বৈষম্য ও বঞ্চনার ঘটনার ঘটনা তুলে ধরেছেন ক্ষুব্ধ সিলেটবাসী। রবিবার (২ নভেম্বর) সিলেট নগরের ব্যস্ততম সিটি পয়েন্ট থেকে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত এলাকা অবরোধ করে সকাল ১১টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন ‘সিলেট আন্দোলনে’র ব্যানারে সিলেটবাসী। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দাবির সঙ্গে একাত্ম হয়ে এতে অংশ নেন। দুপুরের মধ্যে পুরো এলাকা জনারণ্যে পরিণত হয়। এ সময় সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ঘোষণা করেন, ‘সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’ অবস্থান কর্মসূচিতে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম মহাসড়কের উন্নয়নে বিভিন্ন সময়ে প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে জমি অধিগ্রহণের কাজও শুরু হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় মাঝামাঝি অবস্থায় এসে অজ্ঞাত কারণে প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে গেছে। এর ফলে সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা চার লেন বিশিষ্ট মহাসড়কের স্বপ্নও অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। আজ সেই স্বপ্নের বাস্তবায়ন সুদূর পরাহত। সিলেটের গুরুত্বপূর্ণ সড়কগুলোর বেহাল দশা তুলে ধরে তিনি বলেন, বিমানবন্দর-আম্বরখানা সড়ক, বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক, সিলেট-তামাবিল মহাসড়কের কাজ গত দেড় যুগেও বাস্তবায়ন হয়নি। শুধু মহাসড়ক নয় সিলেটের অভ্যন্তরের সড়কগুলোরও বেহাল দশা। এ ধরনের আচরণ সিলেটবাসীকে হতাশায় নিমজ্জিত করেছে। রাস্তাঘাটের বেহাল দশার কারণে পর্যটক হারাচ্ছে সিলেট দাবি করে তিনি বলেন, প্রতি মাসে লাখের অধিক পর্যটকদের আনাগোনা থাকে সিলেটে। কিন্তু শুধুমাত্র রাস্তার ভোগান্তির কারণে কারণে পর্যটক উপস্থিতি ৪০ শতাংশ কমে গেছে। তিনি দ্রুত সড়ক মেরামতের দাবি জানিয়ে বলেন, সিলেটবাসী এখন অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাছে টেকসই মহাসড়ক, নেটওয়ার্ক, নিরাপদ সড়ক এবং পরিবহন ব্যবস্থার আওতায় আমাদের সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম মহাসড়ক, বিমানবন্দর-আম্বরখানা সড়ক, বিমানবন্দর-বাইপাস-বাদাঘাট সড়ক, সিলেট-তামাবিল মহাসড়কের কাজ দ্রুত বাস্তবায়ন এবং তার রক্ষণাবেক্ষণের দাবি জানাচ্ছি। পরিবহন ব্যবস্থায় রেলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা জানিয়ে তিনি বলেন, পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ রেলপথ পরিচালনা, রক্ষণাবেক্ষণের ব্যবস্থা সিলেটের ক্ষেত্রে পুরাপুরি ধ্বংস হয়ে গেছে। সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রামসহ অভ্যন্তরীণ রুটগুলোতে চলাচলে সিলেটবাসী তীব্র সমস্যার মুখোমুখি হচ্ছেন। ঘন ঘন দুর্ঘটনা, টাকার বিনিময়ে স্থানে স্থানে রেল থামানো, অবৈধ পণ্য পাচার সময়মত ট্রেন না ছাড়া, অনলাইনে টিকেট না পাওয়া ইত্যাদি সিলেটবাসীদের জন্য নিত্যনৈমিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সিলেট-ঢাকা রুটে একটি পর্যটক ট্রেন চালু থাকলেও তা বাতিল করে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় যা সিলেটবাসীর মনে ক্ষোভের সৃষ্টি করেছে। বিমানের ভাড়া ইচ্ছে মতো ভাড়ানোর অভিযোগ এনে তিনি বলেন, সিলেটবাসীর দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভ রয়েছে বাংলাদেশ বিমানের পরিবহন ব্যবস্থার প্রতি। বহিবিশ্বে বসবাসরত আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের দ্বারা বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির ভূমিকা রাখলেও দেশের মাটিতে পা রাখার পরপরই তারা নানাভাবে হেনস্তার শিকার হন। বিমানের ভাড়া উঠানামাসহ বিভিন্ন বিষয়ে বৈষম্য রয়েছে। আরিফুল হক চৌধুরী সিলেটের প্রতি উন্নয়ন বৈষম্যের চিত্র তুলে ধরে বলেন, দেশের অন্য জেলার প্রকল্প পাশ হতে সময় লাগে না অথচ সিলেটের কোন প্রকল্প আলোর মুখ দেখে না সহজে। ঢাকা মহানগরে ২ হাজার ৪০০ কোটি টাকার, খুলনায় ২ হাজার ৪০০ কোটি, চট্টগ্রাম মহানগরের জন্য ৩ হাজার ১০০ কোটি, বরিশালের জন্য ২ হাজার ৪০০ কোটি টাকা যেখানে বরাদ্দ হয়ে যায়। সেখানে একই সময়ে সিলেট মহানগরের জন্য বরাদ্দের মাত্র ১৯ কোটি টাকাও ফিরিয়ে নেওয়া হয় কাটছাঁট করে টাকা কমানোর জন্য। সিলেটের প্রতি এমন বিদ্বেষ কেন তা সিলেটবাসী জানতে চায়। বিগত ১৭ বছর সিলেট বৈষম্যের শিকার দাবি করে তিনি বলেন, বিগত ১৭ বছর আমরা বৈষম্যের শিকার, এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও সিলেটবাসী বৈষম্যের শিকার হতে পারে না। সিলেটে একটি ওয়াসা প্রকল্প করার কথা ছিল কিন্তু বিভিন্ন অজুহাত দেখিয়ে খাবার পানি বন্ধ করে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ওয়াটার প্লান্ট বাস্তবায়ন করতে হবে। এসময় তিনি বলেন, বাদাঘাটে ওয়াটার ট্রিটম্যান্ট প্ল্যান্ট স্থাপনেরও তেমন অগ্রগতি নেই। এ অবস্থায় আগামী রমজানে সিলেটে পানির জন্য হাহাকার তৈরি হতে পারে বলে শঙ্কা রয়েছে। বেলা পাঁচটার দিকে কর্মসূচিস্থলে আসেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এ সময় আরিফুল হক দাবি-দাওয়া তুলে ধরে বক্তৃতা করেন। এরপর কর্মসূচির লিখিত দাবিদাওয়ার কপি জেলা প্রশাসকের হাতে তুলে দেন। এ সময় জেলা প্রশাসক বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের জমি দ্রুত অধিগ্রহণের কাজ চলছে। এক মাসের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ হবে। দ্রুত কাজ স¤পন্ন করার জন্য তদারকি চলছে। যত প্রকল্প আছে দ্রুত বাস্তবায়ন করা হবে। পানি সমস্যার সমাধানে কাজ চলছে বলেও জানান তিনি। বিমানের টিকেটের দাম ইচ্ছে মতো বাড়ানো কমানোর বিষয়ে তিনি বলেন, এয়ার টিকেটের দাম আপডাউন করা নিয়ে সরকার একটি আইন করতে যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি বাস্তবায়ন হলে তা নিয়ন্ত্রণে চলে আসবে। আগামী ডিসেম্বরের মধ্যে সিলেটে আরো একটি ফ্লাইট চালু হবে বলেও তিনি জানান। রেল প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, রেল লাইন সংস্কারে এমন একটি পরিকল্পনা গ্রহণ করতে হবে যাতে আগামী শত বছরের জন্য যাতে সিলেটের মানুষ আন্দোলন না করতে হই। রাস্তাঘাট সংস্কার বিষয়ে তিনি আশ্বাস দিয়ে বলেন, রাস্তা সংস্কার, উন্নয়নে অনেকগুলো দরপত্র করা হয়েছে। অতি দ্রুত বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, টেকসই উন্নয়ন করতে কাজ করে যাচ্ছে সরকার। পরিবেশ রক্ষা ও উন্নয়ন নিশ্চিত করে টেকসই উন্নয়ন করা হচ্ছে। সিলেটের পর্যটন শিল্প নিয়ে সরকারের মহা-পরিকল্পনা রয়েছে। দ্রুত তা বাস্তবায়ন হলে সিলেটবাসী উপকৃত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে  ৯৫০ রাউন্ড শর্টগানের কার্তুজসহ গ্রেপ্তার ২

জামালগঞ্জে ৯৫০ রাউন্ড শর্টগানের কার্তুজসহ গ্রেপ্তার ২