প্রাথমিকের নতুন বই নভেম্বরে পাওয়ার আশা উপদেষ্টার
- আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৮:৩১:৫৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৮:৩১:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
নভেম্বরের মধ্যেই সরকারের হাতে প্রাথমিকের সব বই এসে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, প্রাথমিকের নতুন বই ছাপা হচ্ছে। গুদামেও আসতে শুরু করেছে। আশা করি, নভেম্বরের মধ্যেই আমরা সব বই হাতে পেয়ে যাব। আর বই পাওয়া গেলেই বিতরণও শুরু হবে।
রবিবার সকালে সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) কনফারেন্স রুমে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, অতিরিক্ত মহাপরিচালক তাসলিমা আক্তার, পরিচালক মো. শামসুল হাসান, উপ-পরিচালক নূরুল ইসলাম, পিটিআইয়ের সুপার দীপঙ্কর মোহান্ত, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস।
হাওরাঞ্চলকে বিশেষ এলাকা বর্ণনা করে বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, হাওরের শিক্ষার সমস্যা ও সংকট আমরা চিহ্নিত করেছি। এখন সমস্যা সমাধানের কাজ চলছে। আমাদের পরে যারা আসবেন তারাও যদি আমাদের কাজ এগিয়ে নেন তাহলে হাওরসহ সারাদেশের প্রাথমিক শিক্ষার চেহারা পাঁচ বছরে বদলে যাবে। শিক্ষার উন্নয়নে এই কাজ অব্যাহত রাখতে হবে।
সারাদেশে ‘মিড ডে মিল’ সম্পর্কে উপদেষ্টা বলেন, বর্তমানে দেশের ১৫০টি স্কুলে ‘মিড ডে মিল’ চালু আছে। পরবর্তীতে সারাদেশে আমরা এটি চালুর বিষয়ে কাজ করছি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ