সুনামগঞ্জ , রবিবার, ০২ নভেম্বর ২০২৫ , ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধানের শীষের পক্ষে জনসমর্থনের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত জনমনে স্বস্তি, আতঙ্কে অসাধু ব্যবসায়ীরা দোয়ারাবাজারের আলীপুর থেকে নূরপুর কাঁচা রাস্তাটির কারণে দুর্ভোগে কয়েক হাজার মানুষ ১৪ মাসে বিচারবহির্ভূত হত্যার শিকার ৪০ জন নিজেদের ‘দুর্গ’ কব্জায় নিতে চায় বিএনপি, মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত ২৫টি কম্পিউটার কবে চুরি হলো জানেনা কর্তৃপক্ষ! অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে : মির্জা ফখরুল শান্তিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৬ ছাতকে রিভলবার ও বিস্ফোরক উদ্ধার আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কি-না সন্দেহ আছে : রিজভী ‘ধানের শীষ’ প্রত্যাশীরা মাঠে সরব ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক কারাগারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার অবৈধভাবে বালু উত্তোলনে লিমপিড ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে মামলা ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ সাত বছরেও শেষ হয়নি ১৩০ কোটি টাকার দুই সেতুর নির্মাণকাজ নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আক্রমণ চলে আসতে পারে : প্রধান উপদেষ্টা নিম্নমানের ইট দিয়ে নির্মাণকাজ,ভবনের দেয়াল ভেঙে দিতে জেলা প্রশাসকের নির্দেশ মিথ্যা তথ্যে ‘জুলাইযোদ্ধা’, ১২৮ জনের গেজেট বাতিল বালু লুটের প্রতিবাদে এনসিপি’র মানববন্ধন

ধানের শীষের পক্ষে জনসমর্থনের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ১০:০২:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ১০:০২:৫৬ পূর্বাহ্ন
ধানের শীষের পক্ষে জনসমর্থনের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থনের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশের আয়োজন করেন সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আবুল মনসুর মো. শওকত। এতে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর উপজেলার বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত। যুবদল নেতা জুনেদ আহমদ-এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক সেলিম উদ্দীন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান, বিএনপি নেতা আতাউর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির সদস্য অ্যাড. কামাল হোসেন, যুবদল নেতা আব্দুল মজিদ, হুসেন আমির, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কদ্দুছ, সাবেক আইন বিষয়ক স¤পাদক আব্দুল হালিম, জেলা যুবদল নেতা আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, যুবদল নেতা আশরাফুল আলম, ছাত্রদল নেতা কোহিনূর আলম, যুবদলের সাবেক আহবায়ক আলী আহমদ, পলাশ ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির হোসেন, গৌরারং ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক মিনারুল হক, আলম হোসেন, সলুকাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেলাল মিয়া, মজিবুর রহমান, জমির হোসেন, নিজাম উদ্দিন সরকার প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সৎ, যাগ্য ও সুদক্ষ প্রার্থীকে নির্বাচিত করতে হবে। আমরা তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা, রাজপথে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে যারা সোচ্চার ও নিবেদিত ছিলেন সেইসব পরীক্ষিত নেতাকর্মীদেরকে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চাই। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক বিএনপি নেতা আবুল মনসুর মো. শওকত গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পূর্ব পর্যন্ত রাজপথের লড়াকু সৈনিক হিসেবে ৪ আগস্টের আন্দোলনে গ্রেফতার হয়ে কারাবরণ করেছেন। এর আগে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে সুনামগঞ্জের রাজপথে বহুবার গ্রেফতার হয়ে কারা নির্যাতিত হলেও একটি বারের জন্য তিনি রাজপথ ছাড়েননি এবং দলের জন্য স্বীয় ত্যাগ শ্রম সাধনা অব্যাহত রেখেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
১৪ মাসে বিচারবহির্ভূত হত্যার শিকার ৪০ জন

১৪ মাসে বিচারবহির্ভূত হত্যার শিকার ৪০ জন