দিরাইয়ে জাতীয় সমবায় দিবস পালিত
- আপলোড সময় : ০২-১১-২০২৫ ১০:০১:৪৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-১১-২০২৫ ১০:০১:৪৮ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি ::
সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় - এ প্রতিপাদ্য নিয়ে শনিবার (১ নভেম্বর) দিরাইয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় অধিদপ্তর র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র্যালিটি দিরাই পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুল কুদ্দুস, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ স¤পাদক জিয়াউর রহমান লিটন। বক্তব্য রাখেন সমবায়ী প্রশান্ত সাগর দাসসহ অন্যান্য সমবায়ীবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দিরাই প্রতিনিধি