জামালগঞ্জে সমবায় দিবসে র্যালি ও সভা
- আপলোড সময় : ০২-১১-২০২৫ ১০:০১:০০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-১১-২০২৫ ১০:০১:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় অফিসার মোফাজ্জেল জামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, বিআরডিবি কর্মকর্তা শ্রীকান্ত সাহা, বিআরডিবির চেয়ারম্যান আব্দুল আলী, দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার তালুকদার।
এ সময় শ্রেষ্ঠ সমবায় হিসেবে বক্তব্য দেন সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ স¤পাদক প্রদীপ কুমার দাস, শ্রেষ্ঠ সমিতি হিসেবে বক্তব্য দেন উন্নতি ঋণদান ও সঞ্চয় সমবায় সমিতির সভাপতি দিলীপ কুমার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ স¤পাদকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ