ধর্মপাশায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৯:৫৪:৩৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৯:৫৪:৩৬ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার নলগড়া গ্রামের সামনের সড়ক থেকে শুক্রবার বিকেলে ইয়াবাসহ তরিকুল ইসলাম (২৭) নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মপাশা থানার এসআই রফিকুল ইসলাম বলেন, উপজেলার সদর ইউনিয়নের নলগড়া গ্রামের বাসিন্দা মাদকব্যবসায়ী তরিকুল ইসলাম শুক্রবার বিকেলে নিজ গ্রামের সামনের সড়কে আরও একজন মাদকব্যবসায়ীকে নিয়ে ইয়াবা বেচাকেনা করছিলেন। খবর পেয়ে ওইদিন বিকাল সাড়ে ৫টার দিকে ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক মহোদয়ের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে অপর মাদকব্যবসায়ী সেখান থেকে সটকে পড়লেও ১০টি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওইদিন রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি