জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২
- আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৯:৪৯:১২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৯:৪৯:১২ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামে।
জানাগেছে, ১ নভেম্বর শনিবার দুপুরে পূর্ব বিরোধের জের ধরে ইসহাকপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পরবর্তীতে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংঘর্ষে দুই পক্ষের আহতরা চিকিৎসা নিতে গিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানান, এ সংঘর্ষের ঘটনায় রুবেল ও রানাসহ উভয়পক্ষের কমপক্ষে ১২ জন আহত হন। আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

জগন্নাথপুর প্রতিনিধি