জগন্নাথপুরে এমপি প্রার্থী এমএ কাহারের গণসংযোগ
- আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৯:৪৭:৪৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৯:৪৭:৪৯ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি ::
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এমএ কাহার গণসংযোগ ও পথসভা করেছেন। শনিবার দিনব্যাপী তিনি জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি বাজার, পীরেরগাঁও বাজার, ফতেহপুর ভাঙা পয়েন্ট ও কেউনবাড়ি বাজারে গণসংযোগ ও পথসভায় মিলিত হন। দলীয় নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এসব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী এমএ কাহার। এ সময় স্থানীয় ব্যবসায়ী মুরব্বিসহ সকল বয়সের মানুষজন উপস্থিত ছিলেন।
সভায় এমএ কাহার দলীয় প্রতীক ধানের শীষ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। জবাবে স্থানীয় জনতাও তাকে ভোট প্রদানের মাধ্যমে সহযোগিতা করার আশ্বাস দেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

জগন্নাথপুর প্রতিনিধি