আজিজুননেসা টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট
চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি দায়িত্ব পালনে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন
- আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৮:৫০:২০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৮:৫০:২০ পূর্বাহ্ন
শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিতে সক্ষমতা - এসবই উন্নয়নের ভাষা। সেই উন্নয়নের প্রয়াসেই শান্তিগঞ্জে নির্মিত হয়েছে আজিজুননেসা টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট। সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের দান করা ভূমিতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রতিষ্ঠানটি এখনো চালু হয়নি, কিন্তু ততদিনে উধাও এর ২৫টি ক¤িপউটার, ল্যাপটপ, আইপিএস! আমরা মনে করি, এ কেবল চুরির ঘটনা নয় - এ এক ব্যবস্থাপনা ব্যর্থতার প্রতিচ্ছবি।
নির্মাণ প্রতিষ্ঠান ভবন বুঝিয়ে দিল, দায়িত্বপ্রাপ্তরা গ্রহণ করলেন, প্রহরী ছিল - কিন্তু কেউই ভবনে থাকেননি! দিনের পর দিন অরক্ষিত পড়ে থাকে সরকারি ভবনটি। আর সেই সুযোগেই রাতে নয়, যেকোনো সুবিধাজনক সময় তালা না ভেঙেই গায়েব রাষ্ট্রীয় স¤পদ! আরও উদ্বেগের বিষয় কবে চুরি হয়েছে কর্তৃপক্ষ তা-ও জানে না! এমন দায়িত্বহীনতা ক্ষমার অযোগ্য।
এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত চলছে। কিন্তু দায় শুধু তিন তরুণের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। প্রশ্ন হলো- ভবন বুঝিয়ে নেয়ার পর কেন তাৎক্ষণিক ইনস্টিটিউশনাল নিরাপত্তা জোরদার করা হলো না? কেন আউটসোর্সিং কর্মী থাকা সত্ত্বেও ভবন অরক্ষিত ছিল? এবং কেন মাসের পর মাস প্রতিষ্ঠানটির অবস্থা স¤পর্কে কোনো সুপারভাইজিং কর্তৃপক্ষ খোঁজ নেয়নি?
চুরি হওয়া ২৫টি কম্পিউটার ফিরে না এলেও এই ঘটনার পূর্ণ সত্য বেরিয়ে আসা চাই। শুধু চোর নয়, যারা অব্যবস্থাপনা, উদাসীনতা ও অনিয়মের পথ উন্মুক্ত রেখেছে, তাদের দায়িত্ব নির্ধারণ করা জরুরি।
বাংলাদেশের অনেক স্কুল-কলেজ-প্রতিষ্ঠান নতুন নির্মাণের পর এভাবেই পড়ে থাকে। নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা এসব হয় কাগজে-কলমে। প্রকৃত কাজ হয় না। এই একেকটা ‘চুরি’ আসলে আমাদের উন্নয়ন ব্যয়কে ক্ষতিগ্রস্ত করে। জনগণের টাকায় করা বিনিয়োগ, জনগণের হাতেই পৌঁছায় না। আজিজুননেসা টেক্সটাইল ইন্সটিটিউটে চুরি হওয়া ক¤িপউটার ফিরিয়ে আনাই মূল লক্ষ্য নয়, বরং এই ঘটনার মাধ্যমে প্রশাসনিক দায়িত্বহীনতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
শান্তিগঞ্জের এই ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হোক, দায় নির্ধারণ করা হোক, ভবিষ্যতে দেশের কোথাও যেন আর একটি প্রতিষ্ঠানের প্রযুক্তি ল্যাব চালু হওয়ার আগেই ‘গায়েব’ না হয়ে যায় - সেদিকে বিশেষ নজর দিতে হবে। রাষ্ট্রীয় স¤পদ রক্ষার কড়া নজরদারি আজ সময়ের দাবি। না হলে, চুরি তো আরও হবে, তবে চুরি হবে আমাদের ভবিষ্যৎও।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সম্পাদকীয়