শহীদনূর আহমেদ::
ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর থেকেই সুনামগঞ্জের পাঁচটি আসনে জমে উঠেছে প্রার্থীদের তৎপরতা। আওয়ামী লীগের সাংগঠনিক নিষ্ক্রিয়তায় নেতৃত্বশূন্য মাঠে সক্রিয় বিএনপি ও জামায়াতে ইসলামী।
জেলার পাঁচটি আসনেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এই দুই দলের মধ্যে - এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
সুনামগঞ্জ ১ : তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর নিয়ে গঠিত সুনামগঞ্জ-১ আসনে ভোটার ৪ লাখ ৯০ হাজার ৬২। আওয়ামী লীগের ঐতিহাসিক ‘বলয়’ হিসেবে পরিচিত এই আসনে এবার বিএনপি নিজেদের শক্ত ভিত্তির কারণে এগিয়ে - এমন ধারণা তৈরি হয়েছে মাঠে। এখানে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অন্তত ৬ জন- তারা হলেন আনিসুল হক, কামরুজ্জামান কামরুল, সালমা আক্তার, মাহবুবুর রহমান, হামিদুল হক আফিন্দী ও আব্দুল মোতালেব খান। অন্যদিকে জামায়াত একক প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে জেলা আমির মাওলানা তোফায়েল আহমদ খানকে। সম্ভাব্য প্রার্থীরা নিয়মিত গণসংযোগ, সভা, সমাবেশ করে ভোটারদের নজর কাড়ছেন।
সুনামগঞ্জ ২ : দিরাই-শাল্লা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসন। দীর্ঘদিন আওয়ামী লীগের ‘দুর্গ’ হিসেবে পরিচিত এই আসনে চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম অচল। এই সুযোগে নির্বাচনী মাঠে চাঙ্গা বিএনপি-জামায়াত। এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৪ জন- নাছির উদ্দিন চৌধুরী, তাহির রায়হান চৌধুরী, মিফতাহ উদ্দিন রুমি ও আজমল হোসেন জাবেদ। জামায়াত এখানে একক সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে রেখেছে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরকে। এই আসনে বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
সুনামগঞ্জ ৩ : জগন্নাথপুর ও শান্তিগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ ৩ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার। স্বাধীনতার পর থেকে এই আসনে ‘ভিআইপি’ রাজনীতিবিদরাই নির্বাচিত হয়ে আসছেন। বর্তমানে এই আসনে আওয়ামী লীগের কার্যত কোনো তৎপরতা নেই। এই অবস্থায় ভোটের মাঠে পুরোদমে সক্রিয় বিএনপি-জামায়াত, জমিয়ত ও অন্যান্য ইসলামী দল। এখানে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অন্তত ৭ জন। তারা হলেন- যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম কয়ছর আহমদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাদীর আহমদ, যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন, প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা এমএ মালেক খান, মেজর (অব.) সৈয়দ আলী আশফাক সামি, যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি এম এ সাত্তার এবং এম এ কাহার। অপরদিকে সাবেক সংসদ সদস্য (খেলাফত মজলিস) মনোনীত প্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, খেলাফত মজলিসের অপর প্রার্থী শেখ মোশতাক আহমদ, জামায়াতে ইসলামী প্রার্থী এডভোকেট ইয়াসিন খান, জমিয়তের কেন্দ্রীয় প্রচার স¤পাদক (মুফতি ওয়াক্কাস) সৈয়দ তালহা আলম, জমিয়ত উলামায়ে ইসলাম (ওবায়দুল্লাহ ফারুকী) হাম্মাদ আহমদ গাজীনগরী মাঠ চষে বেড়াচ্ছেন। নির্বাচনী মাঠে প্রার্থীর ছড়াছড়ি থাকলেও আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই আসনে শক্ত অবস্থানে রয়েছে বিএনপি।
সুনামগঞ্জ ৪ : সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর নিয়ে সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অন্তত ৫ জন- দেওয়ান জয়নুল জাকেরীন, অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডভোকেট নূরুল হক নূরুল, ব্যারিস্টার আবিদুল হক আবিদ ও আবুল মনসুর মো. শওকত। জামায়াত এখানে সম্ভাব্য প্রার্থী করেছে অ্যাডভোকেট মোহাম্মদ শামসউদ্দিনকে। এই আসনে বিএনপি শক্তিশালী অবস্থানে থাকলেও নিজেদের মধ্যে দ্বিধা-বিভক্তির সুযোগকে কাজে লাগাতে পারে জামায়াত - এমন ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।
সুনামগঞ্জ ৫ : ছাতক-দোয়ারাবাজার নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ আসনে ভোটার ৫ লাখ ২৪ হাজার। এই আসনে দীর্ঘদিন আওয়ামী লীগ-বিএনপি-জাতীয় পার্টির পালাবদল থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে নিয়মিত সাফল্য দেখিয়েছে জামায়াত। এই আসনে বিএনপির দুই হেভিওয়েট মনোনয়নপ্রত্যাশী তিনবারের সাবেক এমপি কলিম উদ্দিন মিলন ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। জামায়াতের একক প্রার্থী - প্রিন্সিপাল আব্দুস সালাম আল মাদানী। তিনি নিয়মিত জনসংযোগে কার্যত মাঠে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার পরিস্থিতি তৈরি করছেন - এমনটি জানিয়েছেন তার কর্মী এবং সমর্থকরা। রাজনীতি বিশ্লেষকদের সাথে আলাপ হলে তারা জানান, সুনামগঞ্জের পাঁচটি আসনে আওয়ামী লীগের সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও ভেঙে পড়া রাজনৈতিক বলয়কে কাজে লাগিয়ে বিএনপি ভোটের মাঠে আধিপত্য বিস্তার করবে। তবে প্রতিটি আসনেই শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছে জামায়াত। সব মিলিয়ে সুনামগঞ্জের রাজনীতিতে এখন বিএনপি বনাম জামায়াত - দুই দলের তুমুল প্রতিযোগিতাই আলোচনায়। যার প্রতিফলন ঘটবে ভোটের ফলাফলে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জাতীয় সংসদ নির্বাচন
নিজেদের ‘দুর্গ’ কব্জায় নিতে চায় বিএনপি, মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত
- আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৮:৩৯:৪৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৮:৪৭:০২ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ