সুবিপ্রবি’ ক্যাম্পাস নির্ধারিত স্থানে দ্রুত স্থাপনের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্ধারিত স্থানে দ্রুত স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যা¤পাস বাস্তবায়ন পরিষদ’-এর আয়োজনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দিরাইর রাস্তা পয়েন্টে মানববন্ধনে বক্তরা বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান ৫ বছর আগে নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে তিনটি সেমিস্টারের ক্লাস চলমান রয়েছে। অথচ একটি স্বার্থান্বেষী মহল স্থান নিয়ে নতুন করে বিতর্কে করে ক্যা¤পাস নির্মাণকাজ ব্যাহত করছে। বিশ্ববিদ্যালয়ের জন্য যে স্থান নির্ধারণ করা হয়েছে তা জেলার মধ্যস্থল এবং যোগাযোগের জন্য সহজ। একটি মীমাংসিত বিষয়কে টানাহেঁচড়া করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে। দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হলে শিক্ষার্থীরা আবাসন সংকটের কারণে মাঠে নামবে। তখন পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে যাবে।
সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি নাদের আহমদের সভাপতিত্বে এবং মো. আবু সঈদ ও শান্তিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান আসাদের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এম এ মালেক খান, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমেদ।
মানববন্ধনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সদস্য সুনামগঞ্জ জেলা মোটর চালকদলের সভাপতি মো. নজরুল ইসলাম রাজু। আরো বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আবু খালেদ, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য সলিব নুর বাচ্চু, জমিয়তে উলামায়ে ইসলাম শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াছ হোসাইন, শান্তিগঞ্জ উপজেলা কমিটির নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মুজাহিদ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান, সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ, ৭১টিভি’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো. শহীদনুর আহমেদ, শান্তিগঞ্জ বিএনপি’র পশ্চিম পাগলা ইউনিয়ন কমিটির আহ্বায়ক আওলাদ হোসেন, ইসলামী আন্দোলন নেতা ক্বারী মাওলানা মুহিবুল হক, ছাতক-দোয়ারা ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক উবায়দুল হক শাহীন, সদর উপজেলা জমিয়তের সাধারণ স¤পাদক মাওলানা রমজান হোসাইন, ইসলামী আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সহ সভাপতি মাওলানা আব্দুল্লাহ, শান্তিগঞ্জ খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা ওয়াক্কাছ আহমদ, সদর উপজেলা ছাত্রদলের সদস্য ইমদাদুল হক, সচেতন নাগরিক পরিষদ শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মনজুর আহমদ, সহ সভাপতি মো. আলীনুর মিয়া, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুরুল ঈমান, জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি সাইফুর রহমান সাজু, সাংবাদিক ইলিয়াস আলী, উপজেলা জমিয়তের সহ সাধারণ স¤পাদক জাহাঙ্গীর খান, শান্তিগঞ্জ উপজেলা যুবদল নেতা রায়হান আহমদ, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মোফাসির আহমদ রিয়াদ, সদর উপজেলা ছাত্রদল নেতা মাসুম আহমদ। মানববন্ধনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইমাম আহমেদ শফি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
