সুনামগঞ্জ , শনিবার, ০১ নভেম্বর ২০২৫ , ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৫টি কম্পিউটার কবে চুরি হলো জানেনা কর্তৃপক্ষ! অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে : মির্জা ফখরুল শান্তিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৬ ছাতকে রিভলবার ও বিস্ফোরক উদ্ধার আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কি-না সন্দেহ আছে : রিজভী ‘ধানের শীষ’ প্রত্যাশীরা মাঠে সরব ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক কারাগারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার অবৈধভাবে বালু উত্তোলনে লিমপিড ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে মামলা ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ সাত বছরেও শেষ হয়নি ১৩০ কোটি টাকার দুই সেতুর নির্মাণকাজ নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আক্রমণ চলে আসতে পারে : প্রধান উপদেষ্টা নিম্নমানের ইট দিয়ে নির্মাণকাজ,ভবনের দেয়াল ভেঙে দিতে জেলা প্রশাসকের নির্দেশ মিথ্যা তথ্যে ‘জুলাইযোদ্ধা’, ১২৮ জনের গেজেট বাতিল বালু লুটের প্রতিবাদে এনসিপি’র মানববন্ধন মোহনপুর-কাঠইর সড়ক বেহাল চলাচলে ভোগান্তির শেষ নেই জেলায় প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো ‘মেধা যাচাই বৃত্তি পরীক্ষা’ জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল সরকার-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে শান্তিগঞ্জে ফলোআপ কর্মশালা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি
আজিজুনেনেসা টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট

২৫টি কম্পিউটার কবে চুরি হলো জানেনা কর্তৃপক্ষ!

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৮:৪৬:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৮:৫৩:৪১ পূর্বাহ্ন
২৫টি কম্পিউটার কবে চুরি হলো জানেনা কর্তৃপক্ষ! ছবি: আজিজুনেনেসা টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট
বিশেষ প্রতিনিধি::
গত ফেব্রুয়ারি মাসে নবনির্মিত শান্তিগঞ্জ উপজেলার আজিজুননেসা টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট ঠিকাদারদের কাছ থেকে বুঝে নেওয়ার পর অরক্ষিত অবস্থায় আছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, প্রহরী ও অন্যরা থাকলেও কেউ ভবনে অবস্থান করেন না। তাই এই সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে প্রতিষ্ঠানটিতে। চোররা তালা ও দরজা না ভেঙে প্রতিষ্ঠানটি থেকে ২৫টি মূল্যবান কম্পিউটার, ১টি ল্যাপটপ ও একটি আইপিএস চুরি করে নিয়ে গেছে। তবে কবে চুরি হয়েছে এ বিষয়ে কিছুই জানেনা কর্তৃপক্ষ।
এ ঘটনায় ভবনের নিরাপত্তায় নিযুক্ত আউটসোর্সিংয়ের তিনজন কর্মীকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি চালুর আগেই এমন চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
জানা গেছে, সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের দান করা ভূমিতে তার মায়ের নামে টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট নির্মাণ করে দেয় বস্ত্র অধিদপ্তর। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভবনটি বুঝিয়ে দিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান স্টার লাইট কোম্পানি। সুপার, ইনস্ট্রাকটর ও নিরাপত্তার দায়িত্বে আউটসোর্সিং কর্মী থাকলেও এখানে কেউ অবস্থান করেন না। যার ফলে অরক্ষিত আছে ভবনটি। তবে কবে চুরি হয়েছে কর্তৃপক্ষ না জানলেও গত ২৩ অক্টোবর তারা শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছে। সেখানে কবে চুরি হয়েছে নির্দিষ্ট করে বলতে পারেনি কর্তৃপক্ষ। জিডিতে নির্মাণ প্রতিষ্ঠান স্টারলাইট কোম্পানির নিয়োগকৃত তিনজন নিরাপত্তাকর্মী জড়িত থাকার সন্দেহ করেছে কর্তৃপক্ষ। চুরি যাওয়া জিনিসপত্রের মূল্য প্রায় ২৩ লক্ষ ৬০ হাজার টাকা বলে জানা গেছে।
এদিকে গত ২৫ অক্টোবর প্রতিষ্ঠানের সুপার ফজলে রাব্বি পরাগ বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক পাঠানো এক পত্রে জানান, গত ফেব্রুয়ারি মাসে ঠিকাদার প্রতিষ্ঠানের আউটসোর্সিয়ের নিরাপত্তাকর্মীর কাছে ভবনটি বুঝিয়ে দিয়ে যায়। নির্মাণ প্রতিষ্ঠান ভবনে বিদ্যুৎ ও পানির সংযোগ না দিয়ে এবং ভবনের গুরুত্বপূর্ণ কাজ না করেই তড়িঘড়ি করে বুঝিয়ে দিয়ে যায়। এরপর থেকে প্রকল্পে যুক্ত সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের আমিনুর রহিম ভবনটি দেখভাল করছেন। ভবনের ফার্নিচার, যন্ত্রপাতি ও অফিসিয়াল আসবাবপত্রও হস্তান্তর করে কর্তৃপক্ষ। তবে প্রতিষ্ঠানের আউট সোর্সিংয়ের কর্মী কামরুজ্জামান এখানে থাকতে অপারগতা প্রকাশ করলে গ্রহণ করার পরও ভবনটি তালাবদ্ধ ও অরক্ষিত থাকে। এই সুযোগে ভবনের কলাপসিবল গেইট ও কম্পিউটার ল্যাবের দরজার তালা না ভেঙেই চোররা ২৫টি মূল্যবান কম্পিউটার, ১টি ল্যাপটপ ও একটি আইপিএস চুরি করে নিয়ে গেছে। এতে তিন নিরাপত্তাকর্মী জড়িত বলে আবেদনে উল্লেখ করা হয়।
সুপারইনটেনডেন্ট জিডিতে উল্লেখ করেন ভবন নির্মাণে যুক্ত স্টারলাইট কোম্পানি শুরু থেকেই তাদের নিরাপত্তারক্ষী দিয়ে কাজটি বাস্তবায়ন করছিল। ২০২৪ সালের ৯ জুন কম্পিউটার ল্যাবে এনে এসব সামগ্রী রাখে তারা। এই চুরির ঘটনায় স্টার লাইট কোম্পানি কর্তৃক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্থানীয় যুবক তারেক, আউট সোর্সিংয়ে নিয়োজিত হাফিজুল ইসলাম ও মো. কামরুজ্জামানসহ অজ্ঞাতনামা কিছু লোক জড়িত বলে লিখিত অভিযোগে উল্লেখ করেন তিনি। থানায় সাধারণ ডায়েরি করার পর গত ২৮ অক্টোবর এই তিনজনকে গ্রেপ্তার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
শান্তিগঞ্জ থানার ওসি মো. আব্দুল আহাদ বলেন, সাধারণ ডায়েরির পর আমরা সন্দেহভাজন ৩ জনকে গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে চুরির তথ্য জানতে ও মালামাল কোথায় আছে বের করতে তদন্ত চলছে।

আজিজুননেসা টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটের সুপারিনটেনডেন্ট ফজলে রাব্বি পরাগ বলেন, আমি মাত্র এক মাস আগে যোগদান করেছি। এর আগে সুনামগঞ্জ টেক্সটাইলের একজন ইনস্ট্রাক্টর দায়িত্বে ছিলেন। আমি আসার পর অফিসের কাজের জন্য ল্যাপটপ ব্যবহার করতে নিরাপত্তারক্ষীসহ সংশ্লিষ্টদের পাঠালে তারা এসে দেখে কম্পিউটার ল্যাবে কিছু নাই। চুরি হয়ে গেছে। কবে চুরি হয়েছে আমি বলতে পারবো না। তবে থানায় ডায়েরি করার পর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশা করি পুলিশি তদন্তে বিষয়টি বেরিয়ে আসবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৫টি কম্পিউটার কবে চুরি হলো জানেনা কর্তৃপক্ষ!

২৫টি কম্পিউটার কবে চুরি হলো জানেনা কর্তৃপক্ষ!