শান্তিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৬
- আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৮:৩৫:২৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৯:৫১:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের উত্তর গাজীনগর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৬ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঢাকা থেকে দিরাইগামী সাকিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুনামগঞ্জ সদর হাসপাতাল ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। আহতদের মধ্যে রয়েছেন- দিরাই উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল বাছির, সেবেনা বেগম, রুমান, সাঞ্জুর আলী, দিরাই মাদানি মহল্লার ফুলতেরা বেগম ও তার স্বামী আব্দুল মতলিব। বাকি আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাযায়নি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ