জগন্নাথপুরে রাধারমণ দত্তের গানের প্রতিযোগিতা উদ্বোধন
- আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৭:৪৭:৫৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৭:৪৭:৫৯ পূর্বাহ্ন
 
                                  
                     
                            
                               মো. শাহজাহান মিয়া ::
জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে বৈষ্ণবকবি রাধারমণ দত্তের গানের প্রতিযোগিতা “ভাইবে রাধারমণ বলে ২০২৫” উদ্বোধন হয়েছে। এ অনুষ্ঠান বাস্তবায়নে ছিল জগন্নাথপুর উপজেলা পরিষদ ও পরিচালনায় ছিল জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমি।
জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের রাধাররমণ হলে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকতউল্লাহ। শিক্ষক অনন্ত পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্রের আহবায়ক উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, সদস্য সচিব জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক সৈয়দ নুর, অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী শিবু, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, শিক্ষক মোশারফ হোসেন প্রমুখ।
এ সময় পিযুষ কান্তি রায় কালা, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, শিক্ষক শাশ্বতী রায়, ইন্দ্রজিত, নান্টু সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিযোগী ক্ষুদে শিল্পীরা রাধারমণ গান পরিবেশন করেন।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ বলেন, এখানে রাধাররমণকে নিয়ে যে উচ্ছ্বাস হওয়ার কথা ছিল তা দেখা যাচ্ছে না। রাধারমণকে নিয়ে প্রচারণায় আমরা ব্যর্থ হয়েছি। রাধারমণের গান কলকাতায় যে পরিমাণে হয় তাও আমরা পারিনি। এখানে রাধারমণের কমিটি নিয়ে বিরোধ রয়েছে। তা সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। রাধারমরণকে লালন ও ধারণ করতে হবে। বিশ্ব দরবারে রাধারমণকে ছড়িয়ে দিতে হবে। সফলতার জন্য সবাই মিলে কাজ করতে হবে।
                           
                           
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
                            
                       
     কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                 
 
 
  জগন্নাথপুর প্রতিনিধি
 জগন্নাথপুর প্রতিনিধি  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                