সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কি-না সন্দেহ আছে : রিজভী ‘ধানের শীষ’ প্রত্যাশীরা মাঠে সরব ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক কারাগারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার অবৈধভাবে বালু উত্তোলনে লিমপিড ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে মামলা ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ সাত বছরেও শেষ হয়নি ১৩০ কোটি টাকার দুই সেতুর নির্মাণকাজ নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আক্রমণ চলে আসতে পারে : প্রধান উপদেষ্টা নিম্নমানের ইট দিয়ে নির্মাণকাজ,ভবনের দেয়াল ভেঙে দিতে জেলা প্রশাসকের নির্দেশ মিথ্যা তথ্যে ‘জুলাইযোদ্ধা’, ১২৮ জনের গেজেট বাতিল বালু লুটের প্রতিবাদে এনসিপি’র মানববন্ধন মোহনপুর-কাঠইর সড়ক বেহাল চলাচলে ভোগান্তির শেষ নেই জেলায় প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো ‘মেধা যাচাই বৃত্তি পরীক্ষা’ জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল সরকার-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে শান্তিগঞ্জে ফলোআপ কর্মশালা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি সুরমার ঘাটে ঘাটে ময়লার ভাগাড় আজ ‘জেলা প্রশাসন মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় বসছে ৭৬ হাজার ৪৮৫ শিক্ষার্থী ধোপাজানে অবৈধভাবে ১৪ দিনে ২৪ কোটি টাকার সিলিকা বালু লুট জুলাই আন্দোলনের পর সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা নিয়েছেন আমলারা : হাসনাত আবদুল্লাহ
ধোপাজান নদী

অবৈধভাবে বালু উত্তোলনে লিমপিড ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৭:৩১:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৭:৩৩:৩৭ পূর্বাহ্ন
অবৈধভাবে বালু উত্তোলনে লিমপিড ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার::
ধোপাজান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে লিমপিড ইঞ্জিনিয়ারিং কো¤পানি লিমিটেড-এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন নদী তীরবর্তী জমির মালিক মো. গোলাম হোসেন। মামলায় লিমপিড ইঞ্জিয়ারিংয়ের স্থানীয় প্রতিনিধিদের আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তিনি বিশ্বম্ভরপুর আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে সদর থানার ওসিকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, বিশ্বম্ভরপুর উপজেলার রতারগাঁও মৌজার আদাং এলাকায় ধোপাজান নদীর তীরে সুনামগঞ্জ শহরের দক্ষিণ আরপিননগরের বাসিন্দা মো. গোলাম হোসেনের ২.৪০ একর রেকর্ডিয় জমি রয়েছে। সম্প্রতি লিমপিড ইঞ্জিনিয়ারিং কোম্পানি বিআইডব্লিউটিএ’র কাছ থেকে বিধিবহির্ভূতভাবে ভিটমাটি উত্তোলনের অনুমোদন নিলেও, তারা নির্ধারিত জায়গার বাইরে গিয়ে ড্রেজার মেশিন ব্যবহার করে নদীর পাড় কেটে বালু উত্তোলন করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে। বাদীর রেকর্ডিয় জায়গা থেকে এই কয়েকদিনে প্রায় পাঁচ কোটি টাকার বালু বিক্রি করেছে বলে মামলায় অভিযোগ করা হয়। এতে বাদীর জায়গাসহ স্থানীয়দের জায়গা নদীগর্ভে বিলীন হচ্ছে। অবৈধকাজে বাধা দিলে তাকে মারধরের হুমকি দেয় লিমপিড ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এ বিষয়ে মামলার বাদী মো. গোলাম হোসেন জানান, নদীর পাড়ে আমার আমন জমি রয়েছে। গত ২৭ অক্টোবর রাতে লিমপিডের ড্রেজার মেশিন লাগায় ওখানে। তাদের প্রায় ৭০ জনের মতো লোক ছিল। আমি বাধা দেয়ায় তারা হুমকি দিয়েছে। পরে আমি চলে আসি। এতে আমার জমি বিলীন হয়েছে। একারণে আদালতে মামলা দায়ের করেছি। আশাকরি ন্যায়বিচার পাবো।
বাদীপক্ষের আইনজীবী নাজমুল হুদা হিমেল জানান, লিমপিড ইঞ্জিনিয়ারিং নামের কোম্পানি ভিট বালু উত্তোলনের কথা। তারা সিলিকন বালু তুলছে। উনার জায়গা থেকে প্রায় ৫ কোটি টাকার বালু নিয়ে গেছে তারা। আদালত মামলা আমলে নিয়ে সুনামগঞ্জ সদর থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে পরিবেশবাদী সংগঠন বেলা’র দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে খনিজ সম্পদ মন্ত্রণালয় ধোপাজান বালু ও পাথর মহাল ইজারা কার্যক্রম স্থগিত রাখে।
তবে গত ১৬ জুলাই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ সিলেট আঞ্চলিক দপ্তর লিমপিড ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা অংশীদার মুজাহিদুল ইসলাম মুরাদকে ধোপাজান নদী থেকে ভিট মাটি উত্তোলনে লিখিত অনুমোদন দেয়। ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নের জন্য ১ কোটি ২১ লাখ ঘনফুট বালু উত্তোলনে ৬৬ লাখ ৭৬ হাজার ৯৪২ টাকা রাজস্ব ধার্য করে এই অনুমোদন দেওয়া হয়। অথচ প্রতিষ্ঠানটি এক রাতেই ১৮ কোটি ৭৫ লাখ টাকার বালু লুট করে নিচ্ছে। নির্ধারিত এলাকায় বিকেল ৫টার পর ভিট বালু উত্তোলনে নিষেধাজ্ঞা থাকলেও রাতেই ড্রেজারে বালু লুট করা হচ্ছে। ভিট মাটি ঢাকা-সিলেট মহাসড়কে ব্যবহার করার কথা থাকলেও, তারা ধোপাজান খুবলে সিলিকা বালু উত্তোলন করে নৌযানে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছে। এদিকে লিমপিড কোম্পানি শতাধিক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় নদী তীরবর্তী জমি, বসতঘর ও বাঁধ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অবৈধভাবে বালু উত্তোলনে লিমপিড ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে মামলা

অবৈধভাবে বালু উত্তোলনে লিমপিড ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে মামলা