সুনামগঞ্জ টেক্সটাইল শিক্ষার্থীদের ক্লাস বর্জন, একাডেমিক ভবনে তালা
- আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৯:৪০:৪১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৯:৪০:৪১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত অধ্যক্ষ মো. সোহরাব হোসেনকে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে পদায়নের প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার টেক্সটাইল ইনস্টিটিউট ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পাশাপাশি ক্যা¤পাসের একাডেমিক ভবনও তালাবদ্ধ করে রাখেন তারা।
টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আমিন উদ্দিন, লিটন মিয়া ও আপন মিয়া বলেন, টেক্সটাইল ইনস্টিটিউটটে যে অধ্যক্ষকে পদায়ন করা হয়েছে তার বিরুদ্ধে অসংখ্য অনিয়ম দুর্নীতিসহ নানা কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। আমরা এমন অধ্যক্ষ আমাদের ক্যাম্পাসে চাই না। আমাদের দাবি না মানলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ