৩৮৭ বোতল মদ ও ২০ হাজার বিড়িসহ গ্রেফতার ৪
- আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৯:৩৯:২৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৯:৩৯:২৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে ৩৮৭ বোতল বিদেশি মদ ও ২০ হাজার পিস ভারতীয় বিড়িসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
বুধবার রাত ১টা ৩০ মিনিটের দিকে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার রঙ্গারচর এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন রঙ্গারচর গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র কামাল উদ্দিন (৫৫), ফজর আলীর পুত্র বোরহান উদ্দিন (৩৫), হরিনাপাটি গ্রামের মৃত চেরাগ আলীর পুত্র আলিম উদ্দিন (৪৫) ও সিংপুরহাটি গ্রামের মৃত ইদু মিয়ার পুত্র নওশাদ মিয়া (৪০)। তাদের হেফাজত থেকে তিনটি বস্তায় ৩৮৭ বোতল বিদেশি মদ এবং একটি কার্টুনে ২০ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে আমদানি নিষিদ্ধ মদ ও বিড়ি এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ