সুনামগঞ্জ , বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ , ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল সরকার-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে শান্তিগঞ্জে ফলোআপ কর্মশালা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি সুরমার ঘাটে ঘাটে ময়লার ভাগাড় আজ ‘জেলা প্রশাসন মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় বসছে ৭৬ হাজার ৪৮৫ শিক্ষার্থী ধোপাজানে অবৈধভাবে ১৪ দিনে ২৪ কোটি টাকার সিলিকা বালু লুট জুলাই আন্দোলনের পর সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা নিয়েছেন আমলারা : হাসনাত আবদুল্লাহ সড়ক দুর্ঘটনা রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন ধর্মপাশায় সড়ক পুনঃনির্মাণের দাবিতে অবরোধ যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গণভোটে কী হবে? কলেজে টিকটক-লাইকির ভিডিও ধারণ নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি সুনামগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযান: ৫ যানবাহনকে জরিমানা, জব্দ ৭ হাইড্রোলিক হর্ণ দোয়ারাবাজারে স্কুলছাত্রীকে হত্যার চেষ্টা, বখাটের শাস্তির দাবিতে মানববন্ধন ৭০ হাজার টাকা দিয়ে মীমাংসার চেষ্টা, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ১০ লাখ টাকার চেক ফেরত দিয়েছি, কর্মীর ভালোবাসা গ্রহণ করেছি : কামরুজ্জামান কামরুল শহরে অনুমোদনবিহীন পোস্টার-ব্যানার অপসারণের নির্দেশ ধোপাজান খুবলে খাচ্ছে ‘লিমপিড ইঞ্জিনিয়ারিং’ সেতুর অভাবে ভোগান্তিতে ৫ লাখ মানুষ নির্বাচনে সব দলকে অংশ নেয়ার আহ্বান বিএনপি মহাসচিবের

শান্তিগঞ্জ সমিতি, সিলেটের সংবাদ সম্মেলন, সুবিপ্রবি যথাস্থানে স্থাপনের দাবি

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৮:১০:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৮:১০:১৮ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ সমিতি, সিলেটের সংবাদ সম্মেলন, সুবিপ্রবি যথাস্থানে স্থাপনের দাবি
সুনামকণ্ঠ ডেস্ক :: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যথাস্থানে স্থাপন ও এর ন্যায্যতা নিশ্চিতের দাবি নিয়ে শান্তিগঞ্জ সমিতি, সিলেটের নেতৃবৃন্দ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শান্তিগঞ্জ সমিতির সভাপতি কবিরুল ইসলাম বলেন, “২০২০ সালের ২৩নং আইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। আইন অনুযায়ী এটি শান্তিগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ সদর উপজেলার সংলগ্ন দেখার হাওরপাড়ে স্থাপন করা বাধ্যতামূলক। নির্ধারিত স্থানটি উঁচু হওয়ায় মাটি ভরাট, রিটেইনিং ওয়াল, সীমানা প্রাচীর এবং এপ্রোচ রোড নির্মাণে ব্যয় কম এবং ভবিষ্যতে অন্যান্য অবকাঠামোগুলোর নির্মাণও সুবিধাজনক হবে। এছাড়াও এটি জেলার মধ্যবর্তী স্থানে অবস্থান করছে এবং সিলেট-সুনামগঞ্জ হাইওয়ের সন্নিকটে হওয়ায় যোগাযোগ সুবিধা রয়েছে। কবিরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য ইতিমধ্যে প্রায় ৭৫ একর জমি অধিগ্রহণের উন্নয়ন প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রেরণ হয়েছে। সরকারি প্রতিষ্ঠান আইআইএফসি কর্তৃক পিজিবিলিটি স্টাডি, মাস্টারপ্ল্যান এবং পরিবেশগত প্রভাব মূল্যায়ন সম্পন্ন হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যা¤পাসে প্রথম ও দ্বিতীয় ব্যাচের ক্লাস অস্থায়ী ক্যাম্পাসে চলছে। ছাত্রদের আবাসন এবং পরিবহন সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন কলেজ এবং মাদ্রাসার ভবন বিনামূল্যে ব্যবহৃত হচ্ছে। সভাপতি কবিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, কিছু স্বার্থান্বেষী মহল মিথ্যা তথ্য দিয়ে ক্যাম্পাস স্থানান্তরের চেষ্টা করছে। এটি হলে বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন বিলম্বিত হবে এবং সরকারের অর্থ অপচয় হবে। বৃহত্তর সুনামগঞ্জবাসীর স্বার্থে বিশ্ববিদ্যালয়টি পূর্বনির্ধারিত স্থানে স্থাপন জরুরি। সংবাদ সম্মেলনের সমাপনীতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন এবং সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। শান্তিগঞ্জ সমিতি শহরে নতুন কোনো প্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাবকেও সমর্থন জানিয়েছে, তবে যেকোনো অনৈতিক হস্তক্ষেপ বা বিশ্ববিদ্যালয় স্থানান্তরের প্রচেষ্টা এড়ানোর আহ্বান জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি হযরত আলী তালুকদার, সহ-সভাপতি মশিউর রহমান জায়গীরদার, সুয়েব আহমদ, রেজওয়ানুল হক, তালেব হোসেন, বাবলুল হক, যুগ্ম স¤পাদক সাংবাদিক এমজেএইচ জামিল, সহ-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, কোষাধ্যক্ষ মো. সাইরুল ইসলাম, প্রচার সম্পাদক রাজিব হোসাইন, সহ-দপ্তর সম্পাদক রাফি মিজান নূর, নির্বাহী সদস্য সোহাগ মিয়া, ফিরোজ আহমদ ফিরোজ ও ইমামুল তালুকদার তপন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ