সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ , ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধোপাজানে অবৈধভাবে ১৪ দিনে ২৪ কোটি টাকার সিলিকা বালু লুট জুলাই আন্দোলনের পর সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা নিয়েছেন আমলারা : হাসনাত আবদুল্লাহ সড়ক দুর্ঘটনা রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন ধর্মপাশায় সড়ক পুনঃনির্মাণের দাবিতে অবরোধ যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গণভোটে কী হবে? কলেজে টিকটক-লাইকির ভিডিও ধারণ নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি সুনামগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযান: ৫ যানবাহনকে জরিমানা, জব্দ ৭ হাইড্রোলিক হর্ণ দোয়ারাবাজারে স্কুলছাত্রীকে হত্যার চেষ্টা, বখাটের শাস্তির দাবিতে মানববন্ধন ৭০ হাজার টাকা দিয়ে মীমাংসার চেষ্টা, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ১০ লাখ টাকার চেক ফেরত দিয়েছি, কর্মীর ভালোবাসা গ্রহণ করেছি : কামরুজ্জামান কামরুল শহরে অনুমোদনবিহীন পোস্টার-ব্যানার অপসারণের নির্দেশ ধোপাজান খুবলে খাচ্ছে ‘লিমপিড ইঞ্জিনিয়ারিং’ সেতুর অভাবে ভোগান্তিতে ৫ লাখ মানুষ নির্বাচনে সব দলকে অংশ নেয়ার আহ্বান বিএনপি মহাসচিবের দরিদ্র মানুষের বিচারপ্রাপ্তির আশ্রয়স্থল গ্রাম আদালত : অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান যারা পিআর পদ্ধতির দাবি করে, তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় : কলিম উদ্দিন আহমেদ মিলন প্রাচীন বাংলার হাবেলি দুর্গ ও রাজবাড়ি দখল হচ্ছে প্রতিদিন ফুটপাতে ‘উচ্ছেদ-দখল’ খেলা ‘মর্যাদাপূর্ণ’ সিলেট-১ আসনে কার হাতে উঠবে ধানের শীষ?
সুনামগঞ্জ-২

মনোনয়ন লড়াইয়ে তিন নেতা

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৯:১০:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৬:২২:৩২ অপরাহ্ন
মনোনয়ন লড়াইয়ে তিন নেতা
সামছুল ইসলাম সরদার::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না হলে ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ধানের শীষ পেতে ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন ওই আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিরাই-শাল্লা আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল ও বাংলাদেশ সুপ্রীমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, সাবেক সংসদ সদস্য এডভোকেট মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি। এই তিন চৌধুরী ছাড়াও এই আসনে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ ও সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের মনোনয়ন চাইবেন।
দলটির একাধিক দায়িত্বশীল নেতাকর্মীদের সাথে আলাপকালে জানাযায়, ধানের শীষ পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরী, সাবেক সংসদ সদস্য এডভোকেট মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। গত সপ্তাহে বিএনপি’র হাইকমান্ড সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যে ১১জনকে ঢাকার দলীয় কার্যালয়ে ডেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ এলাকায় দলকে সুসংগঠিত করার নির্দেশ দিয়েছেন সেখানে ডাক পেয়েছেন ওই আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-০২ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। যার কারণে নাছির চৌধুরী অথবা পাবেল এ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন এটা প্রায় নিশ্চিত। সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ১১জনের মধ্যে ডাক না পেলেও তিনি দলের মহাসচিবের সাথে দেখা করে নিজ প্রার্থীতার জানান দেন। যার কারণে তিন ‘চৌধুরী’ ধানের শীষ পাওয়ার দৌড়ে আছেন।
নাছির চৌধুরীর সমর্থক একাধিক নেতাকর্মী জানান, আমাদের নেতা নাছির উদ্দীন চৌধুরী ছাত্রজীবন থেকে রাজনীতিতে সফলতার স্বাক্ষর রেখে সুনামগঞ্জ সরকারি কলেজ, সিলেট সরকারি কলেজ ও মৌলভীবাজার সরকারি কলেজে বিভিন্ন সময়ে ভিপি, জিএস নির্বাচিত হয়েছেন।
দিরাই উপজেলা পরিষদের দুই বারের চেয়ারম্যান এবং ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে পরাজিত করে বাংলাদেশ নতুন ইতিহাসের জন্ম দিয়েছিলেন। তিনি ১৯৮২ সাল থেকে দিরাই শাল্লার গণমানুষের সুখে দুঃখে পাশে ছিলেন। আমরা আশাবাদী নাছির চৌধুরীই ধানের শীষ পাবেন।

পাবেল বলয়ের নেতারা জানান, তাহির রায়হান চৌধুরী পাবেল ছাত্রজীবন থেকে শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করে দিরাই উপজেলা ছাত্র দলের সভাপতি, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি, সিলেট এমসি কলেজ ছাত্রাবাস শাখার সাধারণ সম্পাদক ও সদ্য বিলুপ্ত সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ছিলেন। দীর্ঘ সতেরো বছর আওয়ামী বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন, একজন আইনজীবী হিসেবে হামলা মামলায় বিএনপি নেতা কর্মীদের আইনী সহায়তাসহ সার্বিক সহযোগিতা করেছেন; দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন। ২০২২ সালের বন্যা এবং মহামারী করোনার সময় দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন, আমরা আশাবাদী আমাদের নেতার কাজের মূল্যায়ন করে বিএনপির নীতিনির্ধারকগণ পাবেল চৌধুরীর হাতে ধানের শীষ তুলে দিবেন।
এদিকে, রুমি সমর্থকরা তাদের নেতা ধানের শীষ পাবেন এ আশা ব্যক্ত করে বলেন, আমাদের নেতা উচ্চশিক্ষিত, দীর্ঘদিন সুপ্রীমকোর্টের বিচারপতি ছিলেন। ১৯৯৬ সালে সুনামগঞ্জ-২ আসনে বিএনপির সংসদ সদস্য ছিলেন, তিনি ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আইনী সহায়তা দিয়েছেন। তিনি সবসময় দলের জন্য নিবেদিতপ্রাণ। ধানের শীষ আমরাই পাবো। এছাড়া জাবেদ ও মজিদ সমর্থকরা ও ধানের শীষ পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।
পাবেল চৌধুরী বলেন, ছাত্রজীবন থেকে শহীদ জিয়ার আদর্শের রাজনীতি হৃদয়ে লালন করে দিরাই উপজেলা ছাত্রদলের সভাপতি, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রাবাস শাখার সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির উপদেষ্টাসহ দলটির বিভিন্ন পদে আসীন হয়ে কাজ করেছি। আজ ও দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছি, দীর্ঘ সতেরো বছর আওয়ামী ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে মামলা হামলার শিকার দলীয় নেতা কর্মীদের আইনী সহায়তাসহ সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমার কাজের মূল্যায়ন করে হাই কমান্ড আমাকেই মনোনয়ন দেবেন।

মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি বলেন, আমি এই আসনের সংসদ সদস্য ছিলাম। জেলা বিএনপির সহসভাপতিসহ দলটির বিভিন্ন দায়িত্ব পালন করেছি। আমি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় এর সাথে দেখা করে আমার প্রার্থীরা জানান দিয়ে এসেছি, দীর্ঘ চাকুরী জীবনে বিএনপির কল্যাণে কাজ করেছি, দলের দুঃসময়ে দলীয় নেতাকর্মীদের আইনী সহায়তাসহ সবসময় দলের জন্য কাজ করেছি। আশাবাদী আমি ধানের শীষ পাবো। প্রার্থী ও সমর্থকরা নিজ পছন্দের প্রার্থীর ধানের শীষ পাওয়ার আশাবাদী। আর এর জন্য অপেক্ষা করতে হবে কেন্দ্রীয় কমান্ডের দলীয় প্রার্থীতা ঘোষণা পর্যন্ত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স