মধ্যনগরে আ.লীগ কার্যালয় ও জেলা পরিষদের ডাক বাংলোতে অগ্নিকান্ড
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও এর পার্শ্ববর্তী জেলা পরিষদ ডাক বাংলোতে রবিবার বেলা ১২টার দিকে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের বারান্দার কয়েকটি টিন এবং জেলা পরিষদ ডাকবাংলোর দেয়ালের কিছু অংশ পুড়ে ফাটলের সৃষ্টি হয়েছে। এছাড়া এই দুটি ভবনের আশপাশে থাকা বিভিন্ন জাতের তিনটি গাছ ও লক্ষাধিক টাকা মূল্যের পাটকাঠি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা জানান, রবিবার বেলা ১২টার দিকে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও জেলা পরিষদ ডাক বাংলোর আশপাশে থাকা পাটকাঠির স্তূপে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। পরে স্থানীয়রা ও ধর্মপাশা উপজেলার ফায়ার সার্ভিসের লোকজন আধঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, একটি ভবনের কয়েকটি টিন ও অপর ভবনটির দেয়ালের কিছু অংশ পুড়ে গিয়ে ফাটল ধরেছে। এছাড়া পাটকাঠি ও তিনটি গাছসহ সবমিলিয়ে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
