জগন্নাথপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
- আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৯:২৪:১১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৯:২৪:১১ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলার পল্লীতে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার উলুকান্দি গ্রামে।
শনিবার সরেজমিনে উলুকান্দি গ্রামের ভুক্তভোগী জামাল মিয়া জানান, গত শুক্রবার সকালে আমার বাড়ির আঙিনায় লাগানো কুমড়া গাছ উপরে ফেলে দেয় একই গ্রামের সাবেক ইউপি সদস্য ফারুক মিয়াসহ তাদের লোকজন। এতে বাধা দেয়া নিয়ে হামলা হয়। হামলায় আমার বাড়িঘর ভাঙচুর ও টাকা, স্বর্ণ লুটের ঘটনা ঘটে।
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য ফারুক মিয়া উল্টো অভিযোগ করে বলেন, তাদের বাড়ির পাশে আমার জায়গায় তারা গাছ লাগিয়ে জায়গা দখলের চেষ্টা করে। তাই গাছ উপড়ে ফেলা নিয়ে কথা কাটাকাটি হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারাই তাদের বাড়ি ভাঙচুর করে আমাদের ফাঁসাতে চাইছে।
গ্রামের সালিশি ব্যক্তি মাওলানা দবিরুল ইসলাম বলেন, গাছ উপড়ে ফেলা নিয়ে কথা কাটাকাটির সময় জামাল মিয়ার লোকজন ফারুক মেম্বারের লোকজনের উপরে মরিচ পানি ঢেলে দিয়েছে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমার জানামতে জামাল মিয়ার পরিবারের মানুষ গ্রামের কোন মানুষের কথা শুনেনা। তারা গ্রামবাসীকে উপেক্ষা করে চলে। ফলে গ্রামের মানুষ তাদের উপর নারাজ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

জগন্নাথপুর প্রতিনিধি