হেযবুত তওহীদের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
- আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৮:৫২:০২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৮:৫২:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে খ্রিস্টান কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে সম্প্রীতি সমাবেশ করেছে হেযবুত তওহীদ। শুক্রবার বিকেলে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা মুগাইপাড় গ্রামে হেযবুত তওহীদের জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও বাইবেল পাঠের মাধ্যমে কর্মসূচির কার্যক্রম শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন খ্রিস্টান কমিউনিটির সাবেক চেয়ারম্যান পুতুল সাংমা এবং পরিচালনা করেন সদস্য মো. আকবর আলী।
মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. জাকির হোসেন।
সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক মো. আতিকুর রহমান দানীস। অন্যদের মধ্যে বক্তব্য দেন নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেবাস্টিয়ান, খ্রিস্টান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ট্রিউপিল মারাক ও ভেরোনিকা জেংচাম।
অনুষ্ঠানে খ্রিস্টান কমিউনিটির শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। হেযবুত তওহীদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইসমাইল হোসেন, মো. তুহিন মিয়া, ফুল মিয়া প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ