সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ , ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধোপাজানে অবৈধভাবে ১৪ দিনে ২৪ কোটি টাকার সিলিকা বালু লুট জুলাই আন্দোলনের পর সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা নিয়েছেন আমলারা : হাসনাত আবদুল্লাহ সড়ক দুর্ঘটনা রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন ধর্মপাশায় সড়ক পুনঃনির্মাণের দাবিতে অবরোধ যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গণভোটে কী হবে? কলেজে টিকটক-লাইকির ভিডিও ধারণ নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি সুনামগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযান: ৫ যানবাহনকে জরিমানা, জব্দ ৭ হাইড্রোলিক হর্ণ দোয়ারাবাজারে স্কুলছাত্রীকে হত্যার চেষ্টা, বখাটের শাস্তির দাবিতে মানববন্ধন ৭০ হাজার টাকা দিয়ে মীমাংসার চেষ্টা, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ১০ লাখ টাকার চেক ফেরত দিয়েছি, কর্মীর ভালোবাসা গ্রহণ করেছি : কামরুজ্জামান কামরুল শহরে অনুমোদনবিহীন পোস্টার-ব্যানার অপসারণের নির্দেশ ধোপাজান খুবলে খাচ্ছে ‘লিমপিড ইঞ্জিনিয়ারিং’ সেতুর অভাবে ভোগান্তিতে ৫ লাখ মানুষ নির্বাচনে সব দলকে অংশ নেয়ার আহ্বান বিএনপি মহাসচিবের দরিদ্র মানুষের বিচারপ্রাপ্তির আশ্রয়স্থল গ্রাম আদালত : অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান যারা পিআর পদ্ধতির দাবি করে, তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় : কলিম উদ্দিন আহমেদ মিলন প্রাচীন বাংলার হাবেলি দুর্গ ও রাজবাড়ি দখল হচ্ছে প্রতিদিন ফুটপাতে ‘উচ্ছেদ-দখল’ খেলা ‘মর্যাদাপূর্ণ’ সিলেট-১ আসনে কার হাতে উঠবে ধানের শীষ?
টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে পর্যটকবাহী বাস খাদে

মা-মেয়ে নিহতের ঘটনায় থানায় মামলা

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৮:৩৮:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৮:৪০:৩২ পূর্বাহ্ন
মা-মেয়ে নিহতের ঘটনায় থানায় মামলা
শান্তিগঞ্জ প্রতিনিধি::
ঢাকা থেকে কয়েকটি পরিবার একসঙ্গে বেড়াতে যাচ্ছিল টাঙ্গুয়ার হাওরে। পথে তাদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারসংলগ্ন ইনাতনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ঢাকার বাসিন্দা আবদুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাঁদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা এলাকার দোয়ালিয়া এলাকায়।

আহতরা হলেন- মাহদিয়া (১৮), ওমর ফারুক (১২), আসাদুজ্জামান (৪৭), মনিরুল ইসলাম (৪৯), সাবিহা জান্নাত (১৬), নাসরিন (৩০), সৈয়দা মাসুমা খাতুন (৪০), এসএম শাহ নেওয়াজ (৪৯), রোকসানা পারভীন (৪২), সুমাইয়া (১৩)। এ ঘটনায় নিহত মনজুরা আক্তারের স্বামী বাংলাদেশ ক্যামিকেল ইন্ড্রাস্টিজ কর্পোরেশনের অতিরিক্ত চীফ একাউটেন্ট অফিসার আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে গাড়ি চালক সাজ্জাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বাসে থাকা যাত্রীরা জানান, ঢাকার কদমতলী এলাকা থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়ানোর উদ্দেশ্যে বাংলাদেশ ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের লি.-এর ১১ উচ্চপদস্থ কর্মকর্তা সপরিবারে দূরপাল্লার এসি বাস সেঁজুতি ট্রাভেলসযোগে (ঢাকা মেট্রো-ব-১৫-৬০৮২) রওয়ানা দেন। বাসটি শান্তিগঞ্জের পাগলা বাজারসংলগ্ন ইনাতনগর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খাদে উল্টে পড়া বাস চাপায় ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা নিহত হন। এ দুর্ঘটনায় বাসে থাকা ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস, জয়কলস হাইওয়ে থানা পুলিশ ও শান্তিগঞ্জ থানা পুলিশ এবং উপস্থিত লোকজনের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মনজুরা আক্তার (৩৭) ও আয়েশা সিদ্দিকা (১০)-কে মৃত ঘোষণা করেন। এছাড়া অন্যান্য আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
জয়কলস হাইওয়ে থানা পুলিশ নিহতদের সুরতহাল প্রস্তুত করে। পরে নিহতের স্বামী আব্দুল্লাহ আল মামুন জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি নিলে তাদেরকে আইনানুগভাবে মৃতদেহ বুঝিয়ে দেয় জয়কলস হাইওয়ে থানা পুলিশ। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা শান্তিগঞ্জ থানায় এসে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাস খাদে পড়া অবস্থায় পেয়েছি। বাসের নিচে চাপা পড়া নিহতদের ফায়ার সার্ভিস টিম উদ্ধার করেছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ মামলার সত্যতা নিশ্চিত করেন এবং মামলাটি জয়কলস হাইওয়ে থানা পুলিকে তদন্তের জন্য ন্যাস্ত করা হয়েছে বলে জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স