শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০
- আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৮:২৬:৪৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৮:২৬:৪৩ পূর্বাহ্ন
প্রতীকী ছবি।
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের কামরূপদলং গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও আশঙ্কাজনক অবস্থায় একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার দুপুর ২টায় সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কামরূপদলং গ্রামের শের আলীর ছেলে আনোয়ার হোসেন ও একই গ্রামের মৃত মফিজ আলীর ছেলে হাসনাতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার জুমআর নামাজের পর তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহাতরা হলেন শের আলীর ছেলে আনোয়ার (৪৫), মৃত আব্দুল করিমের ছেলে দুদু মিয়া (৬০), আনোয়ারের স্ত্রী গুলনাহার (৪০), সুনু মিয়ার মেয়ে সোনিয়া বেগম (২০), মৃত আব্দুল মান্নানের মেয়ে মাসুমা বেগম (১৭), মৃত নুর মিয়ার স্ত্রী রায়হানা বেগম (৪৫), মৃত আব্দুল মনাফের স্ত্রী দিলারা বেগম (৬০), মৃত আব্দুল খালিকের ছেলে ইয়াহিয়া (৩০), মৃত আব্দুল হান্নানের ছেলে সালেহ আহমদ (৪০), আনোয়ার হোসেনের ছেলে নাজমুল (১৮), আব্দুল মান্নানের ছেলে মুজাহিদ মিয়া (৩৮), আব্দুর রউফের ছেলে আলী আহমদ, দুদু মিয়ার ছেলে শামীম আহমদ, আব্দুন নুরের ছেলে ফয়জুন নুর (৩০) ও জুনায়েদ আহমদ (৩৩) সহ উভয়পক্ষের ২০ জন। আহতদেরকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। গুরুতর আহত দুদু মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। খবর পয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

শান্তিগঞ্জ প্রতিনিধি