সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ , ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধোপাজানে অবৈধভাবে ১৪ দিনে ২৪ কোটি টাকার সিলিকা বালু লুট জুলাই আন্দোলনের পর সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা নিয়েছেন আমলারা : হাসনাত আবদুল্লাহ সড়ক দুর্ঘটনা রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন ধর্মপাশায় সড়ক পুনঃনির্মাণের দাবিতে অবরোধ যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গণভোটে কী হবে? কলেজে টিকটক-লাইকির ভিডিও ধারণ নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি সুনামগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযান: ৫ যানবাহনকে জরিমানা, জব্দ ৭ হাইড্রোলিক হর্ণ দোয়ারাবাজারে স্কুলছাত্রীকে হত্যার চেষ্টা, বখাটের শাস্তির দাবিতে মানববন্ধন ৭০ হাজার টাকা দিয়ে মীমাংসার চেষ্টা, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ১০ লাখ টাকার চেক ফেরত দিয়েছি, কর্মীর ভালোবাসা গ্রহণ করেছি : কামরুজ্জামান কামরুল শহরে অনুমোদনবিহীন পোস্টার-ব্যানার অপসারণের নির্দেশ ধোপাজান খুবলে খাচ্ছে ‘লিমপিড ইঞ্জিনিয়ারিং’ সেতুর অভাবে ভোগান্তিতে ৫ লাখ মানুষ নির্বাচনে সব দলকে অংশ নেয়ার আহ্বান বিএনপি মহাসচিবের দরিদ্র মানুষের বিচারপ্রাপ্তির আশ্রয়স্থল গ্রাম আদালত : অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান যারা পিআর পদ্ধতির দাবি করে, তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় : কলিম উদ্দিন আহমেদ মিলন প্রাচীন বাংলার হাবেলি দুর্গ ও রাজবাড়ি দখল হচ্ছে প্রতিদিন ফুটপাতে ‘উচ্ছেদ-দখল’ খেলা ‘মর্যাদাপূর্ণ’ সিলেট-১ আসনে কার হাতে উঠবে ধানের শীষ?

মহাসড়কে ইজিবাইকের দৌরাত্ম্য নিরাপদ সড়কের বড় হুমকি

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৮:২০:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৮:২০:২৪ পূর্বাহ্ন
মহাসড়কে ইজিবাইকের দৌরাত্ম্য নিরাপদ সড়কের বড় হুমকি
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইকের বেপরোয়া চলাচল এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিয়ম-নীতি তোয়াক্কা না করে প্রতিনিয়ত এসব যানবাহন মহাসড়কে ছুটে চলেছে। ফলে সড়ক দুর্ঘটনা বাড়ছে, ঝুঁকিতে পড়ছে যাত্রী, পথচারী ও সাধারণ মানুষ। সম্প্রতি শান্তিগঞ্জের জয়কলস এলাকায় একটি ত্রিমুখী সংঘর্ষে জেলা প্রশাসনের দুই কর্মকর্তা প্রাণ হারানোর মর্মান্তিক ঘটনায় বিষয়টি আবারও সামনে এসেছে। ইজিবাইক বা ব্যাটারিচালিত অটোরিকশা গ্রামীণ ও উপশহরাঞ্চলে স্বল্প দূরত্বের যাতায়াতে জনপ্রিয় হয়ে উঠেছে, তবে মহাসড়কে এদের চলাচল একেবারেই নিষিদ্ধ। এসব যানবাহনের গঠন ও গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা মহাসড়কের জন্য উপযোগী নয়। অধিকাংশ চালক অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। কিন্তু বাস্তবতা হলো- সিলেট-সুনামগঞ্জ সড়কের ডাবর পয়েন্ট থেকে চেখনিখারা পর্যন্ত অন্তত তিন শতাধিক ইজিবাইক প্রতিদিন চলাচল করছে। সড়কে ট্রাফিক পুলিশের তৎপরতা সীমিত, আর স্থানীয়ভাবে ‘সহানুভূতির’ সুযোগ নিয়ে এসব অবৈধ যান প্রকাশ্যে চলাচল করছে। আইন অনুযায়ী, মহাসড়কে ইজিবাইক চলাচল নিষিদ্ধ। তবুও এদের অবাধ উপস্থিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শৈথিল্য ও দুর্বল মনিটরিংয়েরই ফল। কোথাও কোথাও ইজিবাইক চালকদের চাঁদা বা ‘লাইন ভাড়া’ দিয়ে চলাচলের সুযোগ নেওয়ার অভিযোগও আছে। ফলে শুধু আইন প্রয়োগ নয়, প্রশাসনের অভ্যন্তরীণ জবাবদিহিও জরুরি হয়ে পড়েছে। এখন সময় এসেছে এই ‘নীরব বিপদ’ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার। প্রথমত, মহাসড়কে ইজিবাইক চলাচল পুরোপুরি বন্ধে জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপথ বিভাগকে যৌথভাবে অভিযান চালাতে হবে। দ্বিতীয়ত, বিকল্প জীবিকার ব্যবস্থা না করে হঠাৎ নিষেধাজ্ঞা কার্যকর করলে সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে- তাই টেকসই বিকল্প পরিবহন ব্যবস্থা ও প্রশিক্ষণমূলক কর্মসূচি গ্রহণও প্রয়োজন। তৃতীয়ত, জনসচেতনতা বৃদ্ধি করতে স্থানীয় প্রশাসন ও সড়ক নিরাপত্তা সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি সমন্বিত উদ্যোগের বিষয়। ইজিবাইকের দৌরাত্ম্য ঠেকাতে যদি এখনই কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এই মহাসড়ক হবে আরও অনিরাপদ। নিরাপদ সড়ক শুধু দাবি নয়- এটি নাগরিক অধিকার, আর কর্তৃপক্ষের দায়িত্বও বটে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স