সুনামগঞ্জ , শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা বিষয়ে গণশুনানি সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন সম্পন্ন যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক বন্দরসহ জাতীয় সম্পদ নিয়ে চুক্তি অনির্বাচিত সরকারের কাজ নয় : তারেক রহমান সুনামগঞ্জ সদর হাসপাতাল নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মকর্তা-কর্মচারীরা জীবনের শেষ নির্বাচনের জয় দিরাই-শাল্লাবাসীকে উপহার দিতে চাই : নাছির চৌধুরী জামালগঞ্জে পথসভায় ভয়ের নয়, সম্প্রীতির রাজনীতি করতে চাই : আনিসুল হক সিলেটে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ জগন্নাথপুরের যুবক নিহত, আহত ৭ বিএনপিতে মনোনয়ন নিয়ে বাড়ছে বিভক্তি লক্ষণশ্রীর জুগীরগাঁও মৌজায় সুবিপ্রবি’র ক্যাম্পাস স্থাপনের প্রস্তাব মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অশুভ শক্তির কোনো ষড়যন্ত্র সফল হবে না : আনিসুল হক তিন বছরেও শেষ হয়নি খাসিয়ামারা সেতুর কাজ, দুর্ভোগে কয়েক হাজার মানুষ বিএনপির মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জয়নুল জাকেরীনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে বাদ যাচ্ছে তাহিরপুর ও শান্তিগঞ্জ নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী : সেনাপ্রধান এবার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার-থাইল্যান্ড-ইন্দোনেশিয়া বয়স্ক ভাতা কেবল অর্থ নয়, প্রবীণদের প্রতি রাষ্ট্রের সম্মান : সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সদর হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করে ব্রাদারকে মারধর

ইব্রাহীমপুরে সড়কে গাছ, চলাচলে ভোগান্তি

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৭:১৬:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৭:১৬:৪৮ পূর্বাহ্ন
ইব্রাহীমপুরে সড়কে গাছ, চলাচলে ভোগান্তি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের শহরতলির ইব্রাহীমপুর গ্রামে সরকারি সড়কের জায়গায় লাগানো গাছের কারণে জনসাধারণের চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে। স্থানীয় মৃত আব্দুল কাইয়ূমের ছেলে এনাম নিজ বাড়ির ভূমির দাবি তুলে ওই সড়ক দখলের অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এনাম চলাচলের সড়কে লাগানো দুটি গাছ নিজের দাবি করে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এতে সড়কটি সংকীর্ণ হয়ে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে সুরমা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের হাজারো মানুষ ও শত শত যানবাহন চলাচল করে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার গাছ দুটি অপসারণের অনুরোধ জানালেও এনাম তাতে কর্ণপাত করেননি। ফলে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা। এ অবস্থায় স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা স্বাক্ষরিত একটি অভিযোগপত্র সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও বিষয়টি তদন্তের নির্দেশ দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে। গত মঙ্গলবার বিকেলে কানুনগো কাম সার্ভেয়ার মো. রুহুল আমিন সরেজমিনে গিয়ে ভূমি পরিমাপ করেন। পরিমাপে দেখা যায়, এনাম সরকারি সড়ক দখলের চেষ্টা চালালেও স্থানীয়দের বাধার মুখে তা বাস্তবায়ন করতে পারেননি। স্থানীয়রা সড়কের ওপর থাকা একটি পরিত্যক্ত আমগাছ ও একটি বটগাছ অপসারণের পাশাপাশি এনামের বাড়ির দক্ষিণ দিকের পাকা সড়কের উত্তর পাশে প্রায় পাঁচ ফুট জায়গা দখল মুক্ত করে সড়ক প্রশস্ত করার দাবি জানিয়েছেন। এছাড়া সরকারি সড়কের পাশে এনামের স্থাপিত অবৈধ দোকান এবং নদীরপাড়ের সরকারি জায়গায় লাগানো গাছগাছালি ও বাঁশঝোপ দ্রুত উচ্ছেদের দাবি জানানো হয়। অভিযোগের ব্যাপারে এনাম বলেন, আমার জায়গার কাগজপত্র আছে। শুধু মাপ দিলেই হবে না। আমার জায়গায় আমার গাছ, এটা কেউ কাটতে পারবে না। স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলেন, সড়কের উপর থাকা দুটি গাছ ও একটি দোকানসহ নদীর তীরবর্তী গাছপালা ও বাঁশঝাড় সম্পূর্ণ সরকারি জায়গায় অবস্থিত। এগুলো দ্রুত অপসারণ করা জরুরি। এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছি। সদর উপজেলা ভূমি অফিসের কানুনগো ও সার্ভেয়ার মো. রুহুল আমিন সরেজমিনে পরিমাপ শেষে বলেন, এনামের বাড়ির সীমানা পূর্ব-পশ্চিমে প্রায় পাঁচ ফুট সরকারি সড়কের ভেতরে প্রবেশ করেছে। সংশ্লিষ্ট জমিটি জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত সরকারি রাস্তার অংশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ সদর হাসপাতাল নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মকর্তা-কর্মচারীরা

সুনামগঞ্জ সদর হাসপাতাল নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মকর্তা-কর্মচারীরা