ধর্মপাশায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে বুধবার সকাল ১০টার দিকে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার সেলবরষ, পাইকুরাটি, ধর্মপাশা সদর ও জয়শ্রী ইউনিয়নের ৬০জন কিষাণ-কিষাণি অংশ নেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও অনাবাদি পতিত জমিতে চাষাবাদ বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষক ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো. আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহ আলম।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ