স্টাফ রিপোর্টার ::
দিরাই, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর এই তিন উপজেলার মিলনস্থল চন্ডিডহর। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ নদী পারাপারে চরম দুর্ভোগের শিকার হয়ে আসছেন। নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় বর্ষাকালে নৌকা এবং শুষ্ক মৌসুমে অস্থায়ী বাঁশের সাঁকোই হয়ে উঠেছে লাখো মানুষের একমাত্র ভরসা। এই দীর্ঘদিনের ভোগান্তির অবসান ও প্রায় ১৫ লক্ষ মানুষের নির্বিঘœ চলাচলের সুবিধার্থে চ-িডহরে স্থায়ী সেতু নির্মাণের দাবিতে বৃহ¯পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিরাইয়ের চন্ডিডহর হোসেনপুর বাজার সংলগ্ন এলাকায় ডাউকি নদীর পাড়ে আয়োজিত এই মানববন্ধনে তিন উপজেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এদিন জনস্রোতের মুখর ছিল চন্ডিডহর এলাকা। দুপুর গড়ানোর আগেই চন্ডিডহর এলাকায় নামে জনতার ঢল। হাতে লেখা প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুনে একটাই দাবি- “চন্ডিডহরে সেতু চাই”। তিন উপজেলার শত শত শিক্ষার্থী স্লোগান দিতে দিতে অংশ নেন- “অঙ্গীকার নয়, বাস্তবায়ন চাই”, “ভোগান্তি নয়, চাই স্থায়ী সমাধান”, “জনগণের দাবি - সেতু নির্মাণ হোক এখনই।” মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শাহিনুর পাশা, ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশীদ লাভলু, ডা. মামুনুর রশিদ, শিক্ষক প্রতিনিধি সজ্জাদ আলী, আমিরুল ইসলাম, ইসমে আজম শিহাব, মিজানুর রহমান মিজান, ইউপি সদস্য নূর আলম ও লায়েক আহমেদ, সমাজসেবক শাহিনুর পাশা ও শাহ আজিজ, প্রবাসী শিমুল চৌধুরী, আব্দুল হালিম এবং তরুণ সংগঠক সালে আহমেদ খান কুতুব। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মুফতি সিরাজুল ইসলাম ও মকবুল হোসেন। বক্তারা বলেন, চন্ডিডহরে একটি স্থায়ী সেতু নির্মাণ এখন সময়ের দাবি। এই সেতুটি হলে তিন উপজেলার মানুষ সরাসরি যোগাযোগের সুবিধা পাবে, কৃষি ও ব্যবসা-বাণিজ্য প্রসারিত হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
চন্ডিডহরে সেতু নির্মাণের দাবিতে ৩ উপজেলাবাসীর মানববন্ধন
- আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৬:৩৯:৩২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৬:৪৮:৩৩ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ