ধর্মপাশায় কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ
- আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৯:৫৬:২৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৯:৫৬:২৫ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে বুধবার সকাল ১০টার দিকে বোরো ধান উৎপাদনে কৃষি প্রযুক্তি বিষয়ক দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের ফ্রিপ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে উপজেলার সেলবরষ ইউনিয়নের ৩০জন কিষান-কিষানি অংশ নেয়। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা কার্যালয়ের কৃষি প্রকৌশলী তাপস কুমার তালুকদার।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি