ধর্মপাশায় জেলেদের বিক্ষোভ মিছিল
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সদর বাজারে উপজেলার ধারাম ও কাইঞ্জা বিল জলমহাল দুটির সীমানা নির্ধারণের দাবিতে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জয়শ্রী ইউনিয়ন মৎস্যজীবী সম্প্রদায়ের ব্যানারে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে জেলেসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন। মিছিলটি সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সীমানা নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেন জেলেরা। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জলমহাল দুটির সীমানা নির্ধারণের জন্য লিখিত অভিযোগ করেন।
জেলেরা বলেন, জলমহালের সীমানার বাইরে মাছ ধরতে গেলে ইজারাদারের নিয়োজিত পাহারাদারেরা আমাদেরকে বাধা দিয়ে আসছে। মাছ ধরতে না পারায় আমরা পরিবার-পরিজন নিয়ে চরম কষ্টের মধ্যে আছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি। এ ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ