জেলা ইসিএ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
- আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৯:৪৭:০০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৯:৪৭:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা ইসিএ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির সভাপতি আবু নাসার, জেলা হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সাধারণ সম্পাদক জিয়াউ রহমান, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, টাঙ্গুয়ার হাওরে জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। মাছের উৎপাদন বৃদ্ধি এবং হাওরের প্রতিবেশ রক্ষায় ধীরে ধীরে ইঞ্জিনচালিত নৌকার ব্যবহার বন্ধ করে হাতে চালিত নৌকা চালু করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া টাঙ্গুয়ার হাওরে পরিবেশবান্ধব পর্যটন উন্নয়ন, জলজ প্রাণী সংরক্ষণ এবং স্থানীয় জনগণের জীবিকানির্ভর কার্যক্রম টেকসইভাবে পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ