ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা আলী আফজাল (৩৫) তার ব্যক্তিগত কম্পিউটারের মধ্যে অবৈধভাবে উপজেলা ভূমি কার্যালয়ের ভলিয়মের (১নং রেজিস্টারের খতিয়ান) মূলকপি স্ক্যান করে নিজ হেফাজতে রাখার অভিযোগে সোমবার রাতে ধর্মপাশা থানায় একটি মামলা হয়েছে। উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ ভূমি কার্যালয়ের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ জামাল হাসান (৩৩) বাদী হয়ে এই মামলাটি করেছেন। উপজেলা প্রশাসন, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা আলী আফজালের উপজেলার বাদশাগঞ্জ বাজারে আফজাল এন্টারপ্রাইজ নামের একটি দোকান রয়েছে। প্রায় পাঁচ বছর ধরে সেখানে তিনি কম্পিউটারের মাধ্যমে সাবরেজিস্টার কার্যালয়ের দলিল লেখকদের দলিল টাইপ করা, ফটোস্ট্যাট মেশিনে ফটোকপি করা ও নামজারির আবেদনের কার্যক্রমের ব্যবসা চালিয়ে আসছেন। তার ক¤িপউটারের মধ্যে উপজেলাধীন বিভিন্ন মৌজার ভলিয়ম (১ নং রেজিস্টারের খতিয়ানের) মূলকপির স্ক্যান কপি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন অভিযোগ পেয়ে গত ১৫ অক্টোবর বেলা ১টা বেজে ৪০মিনিটের সময় ধর্মপাশার ইউএনও জনি রায় উপজেলার বাদশাগঞ্জ বাজারে থাকা আফজাল এন্টারপ্রাইজ নামক দোকানে অভিযান পরিচালনা করেন। অভিযোগের সত্যতা পেয়ে ওই দোকান থেকে একটি ক¤িপউটারের সিস্টেম ইউনিট জব্দ করেন এবং দোকানটি বন্ধ করে দেন। মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, উপজেলার বিভিন্ন মৌজার ভলিয়ম (১নম্বর রেজিস্টারের খতিয়ানের কপিগুলো) শুধুমাত্র ইউনিয়ন ভূমি কার্যালয়, উপজেলা ভূমি কার্যালয়, সাব-রেজিস্টার কার্যালয়, জেলা জজ আদালত, জেলা কালেক্টর কার্যালয় ছাড়া অন্য কোথাও থাকার আইনগত বিধান নেই। উপজেলা ভূমি কার্যালয়ের খতিয়ানের ভলিয়ম ব্যক্তির নিকট রাখা আইন বিরোধী। অভিযুক্ত আলী আফজাল বলেন, উপজেলা ভূমি কার্যালয়ে আমি করোনাকালীন সময়ে ডাটা এন্ট্রির কাজ করেছি। কাজ করার সুবিধার্থে ভলিয়ম স্ক্যান করে এনে বাড়িতে বসে বসে কম্পিউটার দিয়ে ডাটা এন্ট্রির কাজ করেছি। অনিচ্ছাবশত ভলিয়মের স্ক্যান করা কপি আমার কম্পিউটারে রয়ে গিয়েছিল। এই ভলিয়ম দিয়ে আমি কারও কাছ থেকে আর্থিক সুবিধা নিইনি। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এ ঘটনায় সোমবার রাতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে থানায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
১নং রেজিস্ট্রারের খতিয়ানের মূল কপি নিজ হেফাজতে রাখায় মামলা
- আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৮:৩৯:০৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৮:৫৪:৪৯ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি