সুনামগঞ্জ , শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা বিষয়ে গণশুনানি সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন সম্পন্ন যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক বন্দরসহ জাতীয় সম্পদ নিয়ে চুক্তি অনির্বাচিত সরকারের কাজ নয় : তারেক রহমান সুনামগঞ্জ সদর হাসপাতাল নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মকর্তা-কর্মচারীরা জীবনের শেষ নির্বাচনের জয় দিরাই-শাল্লাবাসীকে উপহার দিতে চাই : নাছির চৌধুরী জামালগঞ্জে পথসভায় ভয়ের নয়, সম্প্রীতির রাজনীতি করতে চাই : আনিসুল হক সিলেটে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ জগন্নাথপুরের যুবক নিহত, আহত ৭ বিএনপিতে মনোনয়ন নিয়ে বাড়ছে বিভক্তি লক্ষণশ্রীর জুগীরগাঁও মৌজায় সুবিপ্রবি’র ক্যাম্পাস স্থাপনের প্রস্তাব মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অশুভ শক্তির কোনো ষড়যন্ত্র সফল হবে না : আনিসুল হক তিন বছরেও শেষ হয়নি খাসিয়ামারা সেতুর কাজ, দুর্ভোগে কয়েক হাজার মানুষ বিএনপির মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জয়নুল জাকেরীনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে বাদ যাচ্ছে তাহিরপুর ও শান্তিগঞ্জ নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী : সেনাপ্রধান এবার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার-থাইল্যান্ড-ইন্দোনেশিয়া বয়স্ক ভাতা কেবল অর্থ নয়, প্রবীণদের প্রতি রাষ্ট্রের সম্মান : সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সদর হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করে ব্রাদারকে মারধর

ধোপাজানে ড্রেজার মেশিনে বালু লুটের প্রতিবাদে বিক্ষোভ

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৮:২০:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৮:২০:১৯ পূর্বাহ্ন
ধোপাজানে ড্রেজার মেশিনে বালু লুটের প্রতিবাদে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: ধোপাজান-চলতি নদীতে ড্রেজার মেশিনে সিলিকা বালু উত্তোলনের প্রতিবাদে স্থানীয় শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছেন। অবিলম্বে তা বন্ধ করে সনাতন বালতি ও বেলচা পদ্ধতিতে উত্তোলনের দাবি জানিয়েছেন তারা। ড্রেজার মেশিনে বালু উত্তোলনের ফলে বর্ষায় নদীর গতিপথ বদলে প্রাকৃতিক দুর্যোগ আসবে এবং মানুষের ঘরবাড়ি বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর বাজারে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বারকি শ্রমিক সংঘ। এতে এলাকার হাজারো বারকি শ্রমিক অংশ নেন। বারকি শ্রমিক সংঘের সভাপতি নাছের মিয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এনডিএফ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি রতœাংকুর দাস, সেক্রেটারি সাইফুল আলম সদরুল, নাসু মিয়া, ফরিদ মিয়া, নজরুল ইসলাম, মমিন মিয়া, নাসির মিয়া, জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা বলেন, সম্প্রতি লিমপিড নামের একটি প্রতিষ্ঠান দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তালিকাভুক্ত বালু পাথর মহাল নৌপরিবহন মন্ত্রণালয়ের বিআইডব্লিউটিএ’র কাছ থেকে ভিট বালু উত্তোলনের নামে ইজারা নিয়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। এতে এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে। মানুষের ঘরবাড়ি ঝুঁকির মুখে পড়েছে। ইতোমধ্যে মাত্র ১ কোটি টাকা সরকারকে ইজারামূল্য দিয়ে শত কোটি টাকার সিলিকা বালু উত্তোলন করে নিয়েছে তারা। বক্তারা বলেন, নৌপরিবহন মন্ত্রণালয় এখতিয়ার বহির্ভূত ও অবৈধ অনুমোদনের মাধ্যমে রাতে হাজারো নৌকা নদীতে প্রবেশ করে বালু লুট করে নিচ্ছে। খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মহাল তারা ভিট মাটি উত্তোলনের কথা বলে ইজারা দিতে পারেনা। এখন সরকার মোটা অংকের রাজস্ব হারানোর পাশাপাশি এলাকার প্রাণ ও প্রকৃতি হুমকির মুখে পড়েছে। প্রায় ২০ হাজার বারকি শ্রমিকও বিপাকে পড়েছেন। অবিলম্বে অবৈধ অনুমোদন বাতিল করে ইজারা দিয়ে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের দাবি জানান বক্তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ সদর হাসপাতাল নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মকর্তা-কর্মচারীরা

সুনামগঞ্জ সদর হাসপাতাল নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মকর্তা-কর্মচারীরা