ধোপাজানে ড্রেজার মেশিনে বালু লুটের প্রতিবাদে বিক্ষোভ
- আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৮:২০:১৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৮:২০:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
ধোপাজান-চলতি নদীতে ড্রেজার মেশিনে সিলিকা বালু উত্তোলনের প্রতিবাদে স্থানীয় শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছেন। অবিলম্বে তা বন্ধ করে সনাতন বালতি ও বেলচা পদ্ধতিতে উত্তোলনের দাবি জানিয়েছেন তারা। ড্রেজার মেশিনে বালু উত্তোলনের ফলে বর্ষায় নদীর গতিপথ বদলে প্রাকৃতিক দুর্যোগ আসবে এবং মানুষের ঘরবাড়ি বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শ্রমিকরা।
মঙ্গলবার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর বাজারে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বারকি শ্রমিক সংঘ। এতে এলাকার হাজারো বারকি শ্রমিক অংশ নেন।
বারকি শ্রমিক সংঘের সভাপতি নাছের মিয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এনডিএফ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি রতœাংকুর দাস, সেক্রেটারি সাইফুল আলম সদরুল, নাসু মিয়া, ফরিদ মিয়া, নজরুল ইসলাম, মমিন মিয়া, নাসির মিয়া, জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি লিমপিড নামের একটি প্রতিষ্ঠান দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তালিকাভুক্ত বালু পাথর মহাল নৌপরিবহন মন্ত্রণালয়ের বিআইডব্লিউটিএ’র কাছ থেকে ভিট বালু উত্তোলনের নামে ইজারা নিয়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। এতে এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে। মানুষের ঘরবাড়ি ঝুঁকির মুখে পড়েছে। ইতোমধ্যে মাত্র ১ কোটি টাকা সরকারকে ইজারামূল্য দিয়ে শত কোটি টাকার সিলিকা বালু উত্তোলন করে নিয়েছে তারা।
বক্তারা বলেন, নৌপরিবহন মন্ত্রণালয় এখতিয়ার বহির্ভূত ও অবৈধ অনুমোদনের মাধ্যমে রাতে হাজারো নৌকা নদীতে প্রবেশ করে বালু লুট করে নিচ্ছে। খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মহাল তারা ভিট মাটি উত্তোলনের কথা বলে ইজারা দিতে পারেনা। এখন সরকার মোটা অংকের রাজস্ব হারানোর পাশাপাশি এলাকার প্রাণ ও প্রকৃতি হুমকির মুখে পড়েছে। প্রায় ২০ হাজার বারকি শ্রমিকও বিপাকে পড়েছেন। অবিলম্বে অবৈধ অনুমোদন বাতিল করে ইজারা দিয়ে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের দাবি জানান বক্তারা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ