সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি জুয়েল আহমদ
সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন
- আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৮:১৭:১৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৮:১৭:১৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
শান্তিপূর্ণভাবে সুনামগঞ্জ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি)-এর ব্যবস্থাপনা কমিটির (কার্যনির্বাহী পরিষদ) নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সদর উপজেলার বিআরডিবি কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫১জন। ৫১টি ভোটই কাস্ট হয়। এর মধ্যে একটি ভোট বাতিল হয়।
নির্বাচনে ২৮ ভোট পেয়ে ছাতা প্রতীকে মোহাম্মদ আলী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আহমদ নুর চেয়ার প্রতীকে পেয়েছেন ২২ ভোট। সহ-সভাপতি পদে জুয়েল আহমদ হারিকেন প্রতীকে ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. আলী আহমদ আনারস প্রতীকে পেয়েছেন ১৮ ভোট।
ভোট গণনা শেষে বিকেলে ফলাফল ঘোষণা করেন উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. মতিউর রহমান। এছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন সদর উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের হিসাবরক্ষক শফিকুল ইসলাম এবং উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোহাম্মদ শিমুল খান।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ