টাইফয়েড টিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৮:০৯:০৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৮:২৮:৪৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার :: শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় টাইফয়েড টিকা বিষয়ক জেলা-স্তরের কনসালটেশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এ সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। সেমিনারে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তর-এর (প্রচার ও সমন্বয়) পরিচালক ডালিয়া ইয়াসমিন। তিনি বলেন, সরকার দেশব্যাপী টাইফয়েড প্রতিরোধে টিকা প্রদানের উদ্যোগ নিয়েছেন। নিজেকে সুরক্ষিত রাখতে তাই এই উদ্যোগকে সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের কো-অর্ডিনেটর ডা. রাজেশ সিংহ মিথুন। এছাড়াও বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. শতাব্দী ভট্টাচার্য্য এবং ইউনিসেফ বাংলাদেশ-এর এমএনসিএন অফিসার তানভীর উল ইসলাম, সুনামগঞ্জের ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন, সাংবাদিক লতিফুর রহমান রাজু, পঙ্কজ দে প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ