জামালগঞ্জে সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ
- আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৮:০৫:৩৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৮:০৫:৩৮ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে ‘জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জামালগঞ্জ সরকারি কলেজে দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ-এর উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে জামালগঞ্জ পিএফজি ও ওয়েভ সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা ও কুদরত পাশা।
এ সময় পিএফজি এম্বাসেডর আব্দুল মান্নান তালুকদার, আলেয়া বেগম, সমন্বয়কারী আব্দুল মালেক, পিএফজি সদস্য আব্দুল খালেক, নাজিম উদ্দিন, আলী হোসেন, আলী আক্কাস মুরাদ, খালেদা আক্তার, আল-আমীন, ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, মিনারা আক্তার, আয়শা সিদ্দিকা, সামিয়া আঁখি, বেবী রানী, অর্চনা দাস, নারী শান্তি সহায়ক দলের সদস্য সুরমা বেগম, মমতা রানী, রুপালী, কল্পনা আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ