যুব রাজনীতিবিদ মুইনুদ্দিন জালালকে স্মরণ, তিনি ছিলেন সাহসী, পরোপকারী
- আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৮:৪৮:১১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৮:৪৮:১১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
যুব রাজনীতিবিদ, আইনজীবী ও পরিবেশ আন্দোলনের নেতা মইনুদ্দিন আহমদ জালালের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এই স্মরণসভা হয়। শুরুতেই জালালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন কবি ও প্রাবন্ধিক ইকবাল কাগজী।
বক্তব্য দেন লেখক গবেষক সুখেন্দু সেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মঈনুদ্দিন জালালের বড়ভাই আইনুল ইসলাম বাবলু, সমাজকর্মী আজিজ আহমদ বাপ্পু, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনাম আহমেদ, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট খলিল রহমান, শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার, শিক্ষক সুবল বিশ্বাস, সাংবাদিক-আইনজীবী এ আর জুয়েল, সমাজকর্মী ওবায়দুল হক মিলন, কবি ওবায়দুল মুন্সী প্রমুখ।
মইনুদ্দিন আহমদ জালাল ২০১৮ সালের ১৮ অক্টোবর ভারতের শিলংয়ে আকস্মিক মৃত্যুবরণ করেন।
স্মরণসভায় বক্তারা বলেন, মইনুদ্দিন আহমদ জালাল সুনামগঞ্জের সব দল ও মতের মানুষের অতিপ্রিয় মানুষ ছিলেন। একদিকে যেমন সাহসী অন্যদিকে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, পরোপকারী মানুষ। মানুষের বিপদে-আপদে সবার আগে গিয়ে পাশে দাঁড়াতেন। মনেপ্রাণে একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন মইনুদ্দিন আহমদ জালাল। মৃত্যুর আগে তিনি পক্ষঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) জন্য সিলেটে ৫০ শতক জমি দান করে গেছেন। একজন বড় মনের মানুষ না হলে কেউ কোটি টাকার জমি মানুষের কল্যাণে এভাবে দান করতে পারেন না। বৃহত্তর সিলেটের বহু আঞ্চলিক আন্দোলনের অগ্রভাগে ছিলেন তিনি। নদী ও পরিবেশ রক্ষার আন্দোলনে ভূমিকা রেখেছেন সাহসের সঙ্গে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতিম-লীর সদস্য হিসেবে আন্তর্জাতিক পরিম-লে নির্মোহভাবে যুব আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমৃত্যু মইনুদ্দিন জালাল। দেশকে তুলে ধরেছেন আন্তর্জাতিক অঙ্গনে। যুব আন্দোলনকে সংগঠিত করতে পৃথিবীর বহুদেশ ঘুরেছেন। মানুষের কল্যাণ, মানুষের মুক্তিই ছিল তাঁর জীবনের মূল দর্শন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ