হাজারো নেতাকর্মী নিয়ে ৩১ দফার প্রচারণা
বিএনপি ক্ষমতায় গেলে হাওরাঞ্চল আর পিছিয়ে থাকবে না : আনিসুল হক
- আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৮:৩৩:১১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৮:৩৩:১১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ স¤পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক বলেছেন, তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্যাতিত ছিলেন। তবুও তিনি মানুষের অধিকার নিয়ে ভাবতেন। রাষ্ট্র নিয়ে ভাবতেন। সেই চিন্তা-ভাবনা থেকেই তিনি রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি সকল শ্রেণী পেশার মানুষের কথা বলে। এই ৩১ দফা উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সার্বিক অগ্রগতির একটি দিকনির্দেশনা। তিনি তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি’কে জাতির ভাগ্য পরিবর্তনের দফা হিসেবে আখ্যায়িত করে দলের নেতাকর্মীদের এই ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।
আনিসুল হক আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন জেলে ছিলেন, আমরা তখন আন্দোলন গড়ে তুলি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতারা সেদিন আমাকে মাঠে বক্তব্য দিতে দেয়নি, আমার বাক স্বাধীনতা হরণ করা হয়। তবুও আমরা মাঠ থেকে সরে যাইনি। বিগত সময়ে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি। আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগির বীরের বেশে দেশে ফিরে আসবেন। তিনি বাংলাদেশে এসে আপনাদেরকে সাথে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে তাহিরপুর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা স্টেডিয়াম মাঠে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ শেষে এক জনসভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া।
সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী এই নেতা বলেন, আগামীকাল ঢাকায় সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। আপনারা দোয়া করবেন। জনগণ চাইলে তারেক রহমান ধানের শীষের প্রতীক আমার হাতে তুলে দেবেন। আমি ধানের শীষের মনোনয়ন পেলে আপনাদের ভালবাসায় বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
নির্বাচিত হলে হাওরের কৃষকদের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আপনাদের ভোটে পার্লামেন্টে গেলে হাওরের কৃষকের উন্নয়নে কাজ করব। হাওরাঞ্চলের মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে। আমরা হাওরবাসী পিছিয়ে থাকতে চাইনা, আমরা উন্নয়ন চাই। বিএনপি ক্ষমতায় গেলে হাওরাঞ্চল আর পিছিয়ে থাকবে না।
তিনি আরও বলেন, এই এলাকার মানুষ কয়লা, বালু ব্যবসার সাথে জড়িত। ব্যবসায়ীদের স্বার্থের কথা চিন্তা করে শ্রমিকদের ভাগ্য বদলানোর চেষ্টা করবেন। সবার সমান অধিকার নিশ্চিত করবেন।
আনিসুল হক বলেন, শহীদ জিয়া খাল খনন কর্মসূচির মাধ্যমে নাব্যতা সংকট দূর করেছিলেন। আমি পার্লামেন্টে গেলে খাল, নদী খনন করে নাব্যতা সংকট দূর করব। গত ১৭ বছর দেশে গুম, খুন হয়েছে। গুম হওয়া ইলিয়াস আলীসহ গুম হওয়া সকল নেতাকর্মীকে ফেরত চাই। যারা এখনও আহত তাদের চিকিৎসা চাই। তিনি বালু ও কয়লা ব্যবসায়ীদের স্বার্থে বৈষম্য দূর করে শ্রমিকদের স্বার্থে কাজ করা এবং টোল ট্যাক্স সহনীয় পর্যায়ে এনে ব্যবসা সহজীকরণেরও প্রতিশ্রুতি দেন।
সভায় অতিথির বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী, এসএম রহমত আলী এবং মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাহিদ তালুকদার প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ