দোয়ারাবাজারে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৮:১৯:৩৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৮:১৯:৩৯ পূর্বাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বিএনপির ঘোষিত ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করছিলেন। এ সময় মিছিলের সামনের ও পেছনের অবস্থান নিয়ে মিলনপন্থী দুই গ্রুপের মধ্যে বাকবিত-া শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, শনিবার বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি ছিল। সেখানে মিছিলে সামনে-পেছনে যাওয়া নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ