এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব না : নির্বাচন কমিশনার
- আপলোড সময় : ১৮-১০-২০২৫ ১২:২১:৩১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৮-১০-২০২৫ ১২:২১:৩১ পূর্বাহ্ন

তাহিরপুর প্রতিনিধি ::
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, প্রতীক হিসেবে শাপলা আমাদের বিধিমালায় নেই। তাই এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব হচ্ছে না। এনসিপি নির্বাচনে না আসার বিষয়ে কোনো কথা বলতে চাই না কারণ এটা রাজনৈতিক বিষয়। এছাড়া এবার ইভিএমএ নির্বাচন হবে না।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় পরির্দশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আরও বলেন, নারী-পুরুষ প্রতিবন্ধীসহ সব ভোটাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল পর্যায়ে একটা ভোটকেন্দ্রে কি রকম সমস্যা থাকতে পারে তা দেখতে এসেছি। একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নিবার্চনের জন্য প্রতিটি কেন্দ্রে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে কি না, আর অবকাঠামোগত সমস্যা আছে কি-না তা দেখতে এসেছি।
নির্বাচন কমিশনার বলেন, দুর্গম এলাকায় সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য যোগাযোগ, যানবাহন, প্রিসাইডিং অফিসারদের সহযোগিতার ব্যবস্থা করবো। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে, রমজানের আগে ফেব্রুয়ারির প্রথমভাগে নির্বাচন হবে। তখন থেকেই কর্মপরিকল্পনা করেছি, প্রয়োজনীয় সবধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে আজ ভোটকেন্দ্র পরির্দশন করতে আসা।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান, সিলেট বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলা উদ্দিন, সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিয়া, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক, উপজেলা নির্বাচন কর্মকর্তা অমিত কুমার দাস প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ