সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমানের ইন্তেকাল
- আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৮:৩৭:৪৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৮:৩৭:৪৪ পূর্বাহ্ন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান আর বেঁচে নেই। গত বুধবার বার্ধক্যজনিত কারণে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার পলাশ স্কুল ও কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সাবেক সংসদ সদস্য, জেলা-উপজেলা পর্যায়ের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
সর্বজন শ্রদ্ধেয় আব্দুর রহমান দুই বার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। দীর্ঘ দিন তিনি পলাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করেন। পলাশ কেন্দ্রীয় মসজিদের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এই বরেণ্য ব্যক্তিত্ব।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ