জাহাঙ্গীর আলম চৌধুরী ::
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিএনপি নেতাকর্মীদের উপর সীমাহীন জুলুম-নিপীড়ন চালিয়েছে। তারা দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার করলেও ছাতক-দোয়ারাবাসী কাক্সিক্ষত উন্নয়ন থেকে বঞ্চিত থেকেছে। ফ্যাসিস্ট সরকারের জুলুম উপেক্ষা করে গত দেড় যুগ আমি এই জনপদের মানুষের পাশে ছিলাম, এখনো আছি। সুনামগঞ্জ-৫ আসন ছাতক ও দোয়ারাবাজারের মাটি ও মানুষের কল্যাণে আমি নিজেকে উৎসর্গ করে দিলাম। এসময় তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অবহেলিত ছাতক ও দোয়ারাবাজারের কাক্সিক্ষত উন্নয়নে আমি অঙ্গীকারাবদ্ধ। অন্তর্বর্তী সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আসন্ন এ নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে সজাগ ও সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচন দেশ, জাতি ও বিএনপি’র ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ছাতক উপজেলা ও পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল আয়োজিত গণসংযোগ এবং মিছিল-পরবর্তী বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। এর আগে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং পৌর শাখা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে শহরের মোড়ল কমিউনিটি সেন্টারে গিয়ে মিলিত হন। পরে সেখান থেকে বিশাল গণসংযোগ ও মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে গিয়ে জনসভা অনুষ্ঠিত হয়েছে । বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীসহ সাধারণ মানুষ এতে অংশ নেন। সমাবেশকে কেন্দ্র করে ছাতক শহর পরিণত হয় মিছিলের শহরে।
ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমদের সভাপতিত্ব ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান, পৌর বিএনপির বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহীদুর রহমান সোহেল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক, আবু সুফিয়ান, এখলাছুর রহমান, অ্যাড. আব্দুল আহাদ, মতিউর রহমান, হাফিজুর রহমান, দোলার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কবিরুল হাসান, আশরাফুল হক খেলন, শাহীনুল হক চৌধুরী, ফরিদ মিয়া, ছালিক মিয়া চৌধুরী রুকন, কামাল চৌধুরী, হাজী নিজাম উদ্দিন, জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক আলা উদ্দীন, ভাতগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক এস এম ছমরু মিয়া, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির আহবায়ক ফারুক আহমেদ, চরমহল্লা ইউনিয়ন বিএনপির আহবায়ক হুশিয়ার আলী, দোলার বাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন ময়না, কালারুকা ইউনিয়ন বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান, ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী আব্দুস সামাদ, গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সামসুল হক মেম্বার, ছৈলা আফজলাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আহবাব মিয়া, ছাতক সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মধু মিয়া, নোয়ারাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দীন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সদরুল আমিন সোহান, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদুর রহমান আবিদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ চৌধুরী মাসুম, আজিজুর রহমান আয়েছ, খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুক আহমদ, রাহেল আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শংকর কুমার দাস, সমসু মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাহিদুর রহমান হীরা, সৈয়দ মনসুর আলী, ফয়ছল আহমদ সুমন, মানিক মিয়া, ফয়েজ আহমদ, আবু শামীম, জেলা ছাত্রদলের সদস্য আবু তালেব, উপজেলা ছাত্রদলের সদস্য সচীব সাকিব মাহমুদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদুর রহমান, শাহ কামাল, আব্দুল হেকিম, আলা উদ্দীন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোজাহিদ হোসাইন প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকতে হবে : মিজান চৌধুরী
- আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৮:১২:৪২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৮:১৬:৫২ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ