ধর্মপাশায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৮:৩৯:২৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৮:৩৯:২৫ পূর্বাহ্ন

ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বুধবার শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে ওইদিন সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয় এবং শোভাযাত্রা শেষে সেখানে স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়া প্রদর্শন করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও জনি রায়। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীরের সঞ্চালনে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার, বেসরকারি সংস্থা পারির সমাজ উন্নয়ন কর্মকর্তা বিদ্যুৎ মাংসাং প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ