সুনামগঞ্জ , বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনো সার্ভে শেষ হয়নি, গঠিত হয়নি পিআইসি নির্বাচনে পুলিশ শতভাগ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে : পুলিশ সুপার ভাটির জনপদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করব : তোফায়েল আহমেদ খান জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযানে নামছে পুলিশ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আশিক নূর গ্রেফতার ধোপাজানের বালু লুটে নতুন কৌশল! খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তাহিরপুরে বহালের দাবিতে স্মারকলিপি হাওরাঞ্চলের কৃষক বাঁচলে দেশ বাঁচবে নতুনপাড়ায় গৃহকর্মীর বিরুদ্ধে বাসার মালিকের স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রগঠনের সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না : এনসিপি নেতা মাসুদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকসহ জনবল সংকট খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্রপতি লন্ডন থেকে প্রেসক্রিপশনে কেউ দেশ চালাতে পারবে না : সাদিক কায়েম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কৃষিখাতে মিথেন দূষণের বিস্তার ঝুঁকিতে নিম্ন ভূমির মানুষ গারো সম্প্রদায়ের ওয়ানগালা বা নবান্ন উৎসব খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মব তৈরি করা হচ্ছে : মির্জা ফখরুল

জাইকা’র অর্থায়নে সড়ক নির্মাণ প্রকল্প নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৮:২১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৮:২১:২৮ পূর্বাহ্ন
জাইকা’র অর্থায়নে সড়ক নির্মাণ প্রকল্প নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো রাস্তা নির্মাণ প্রকল্পের আওতায় জাইকার অর্থায়নে সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়ম না মেনে নি¤œমানের ‘বাংলা ইট’ ও কাদামাটি যুক্ত ভিট বালু ব্যবহার করে ২ কোটি ৬৮ লাখ ২৮ হাজার ১৬১ টাকার কাজ দায়সারাভাবে শেষ করার পাঁয়তারা করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও কাজে তদারককারী সংশ্লিষ্ট অফিসের কর্তারা। নি¤œমানের কাজ করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে বক্স কেটে ৫ ইঞ্চি সেন্ট ফিলিংয়ের পর মাটিতে ক¤েপকশন করে তার ওপর দুই ধাপে ভালো মানের ইট বসানোর কথা। কিন্তু সেখানে এক নম্বর ইটের পরিবর্তে নি¤œ মানের বাংলা ইট, বালু পরিবর্তে কাদামাটি ভিট বালি ও মাটি কমপেকশন না করে কাদামাটিতেই ইট সলিং রাস্তা কাজ করা হচ্ছে। ফলে সড়কটির স্থায়িত্ব নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী। কাজের সাইটে সাইনবোর্ড দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি বলেও জানান স্থানীয়রা। উপজেলা প্রকল্প কর্মকর্তার (পিআইও) তথ্যমতে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও ‘জাইকা’র ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা প্রকল্প’ (ডিআরএমইপি) অর্থায়নে ২০২২-২০২৩ অর্থ বছরে ২ কোটি ৬৮ লাখ ২৮ হাজার ১৬১ টাকা ব্যয়ে গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে উপজেলার শিমুলবাক ইউনিয়নের আক্তাপাড়া থেকে মুরাদপুর পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তায় মাটি কাটা, রাস্তায় ইট সলিং ও ৩টি কালভার্ট নির্মাণ কাজ বাস্তবায়নের কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ইনোভেশন প্রজেক্ট বাংলা (জেবি)। ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২২-২০২৩ অর্থ বছরে কাজের শুরুতে মুরাদপুর থেকে আক্তাপাড়া পর্যন্ত ৫ কিলোমিটার মাটির রাস্তা ভেকু মেশিন দিয়ে মাটি কেটে কাজ স¤পন্ন করে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সম্প্রতি আক্তাপাড়া-মুরাদপুর গ্রামের ৫ কিলোমিটার মাটির রাস্তার মধ্যে ২ কিলো ৭শ মিটার রাস্তায় ইট সলিং করে নির্মাণকাজ শুরু করা হয়। উক্ত রাস্তার তলেরবন্দ অংশে একাধিক গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্ত ভালোভাবে ভরাট না করে নামমাত্র মাটি দিয়ে গর্ত ঢেকে রাতারাতি ইট সলিং রাস্তা নির্মাণ কাজ শুরু হয়। মাটির রাস্তাটি বক্স কেটে ৫ ইঞ্চি বালু বা ভিট বালুর পরিবর্তে হাফ, এক ইঞ্চি ও দুই ইঞ্চি দিয়ে এবং নি¤œ মানের বাংলা ইট বসানো হয়েছে। এছাড়া কমপেকশন না করে কাচা মাটিতেই রাস্তা নির্মাণকাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। ফলে বৃষ্টির পানিতে সদ্য নির্মাণ করা ইট সলিং রাস্তা দেবে যাচ্ছে। পাশাপাশি ঠিকাদারের লোকজন প্রকল্প এলাকায় স্তূপ আকারে রাস্তার আশপাশে প্রায় ২ লক্ষাধিক ইট রেখেছেন। যাতে প্রয়োজন মতো এলাকাবাসী অগোচরে নি¤œমানের বাংলা ইট ব্যবহার করতে পারে। কাজের শুরুতেই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নামমাত্র ভিট বালির ব্যবহার, নি¤œমানের বাংলা ইট দিয়ে তলেরবন্দ অংশের প্রায় ৪শ ফুট রাস্তা নির্মাণ করায় মুরাদপুর, লালুখালী, আক্তাপাড়া, তলেরবন্দ ও বাহাদুরপুর গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। তলেরবন্দ গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মকবুল হোসেন বলেন, রাস্তা নির্মাণে এক নম্বর ইট দেয়ার কথা থাকলেও নি¤œমানের ইট ও বালি দিয়ে রাস্তার কাজ চলছে। পাঁচ ইঞ্চি ভিট বালির পরিবর্তে হাফ ইঞ্চি কাদামাটিযুক্ত ভিট বালু ব্যবহার করা হচ্ছে। যে পরিমাণ বালি দেওয়ার কথা, তার থেকে অনেক কম দেওয়া হচ্ছে। এভাবে রাস্তা নির্মাণ করা হলে, তা বেশিদিন টিকবে না। লালুখালী গ্রামের বাসিন্দা জলিল উদ্দিন বলেন, ইটের মান এতটাই খারাপ যে, শতকরা ২০ ভাগ ইটও ভালো না। কাদামাটি যুক্ত দিচ্ছে, তাও ঠিকমতো দিচ্ছে না। আমরা এলাকাবাসী মিলে বারবার আপত্তি জানালেও কেউ কর্ণপাত করছে না। কর্মরত শ্রমিকরাও নি¤œমানের ইট ব্যবহারের কথা স্বীকার করে জানিয়েছেন, আমরা যা পাই, তাই দিয়ে কাজ করি। আমাদের করার কিছু নেই। ইনোভেশন প্রজেক্ট বাংলা (জেভি) ঢাকার সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাপ্পি জানান, আমাদের কাজের এভারেজে ৩ ইঞ্চি ভিট বালি ব্যবহার করেছি। কাজটি ত্রুটিপূর্ণ হওয়ায় জাইকার প্রতিনিধিরা কাজটি বন্ধ রেখেছেন। আমরা ১ নম্বর ইটই ব্যবহার করছি। এই প্রকল্পে ২ নাম্বারি কাজের কোনো সুযোগ নাই। শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, এই প্রকল্পের আমাদের তেমন কোন হাত নাই। প্রকল্পটি মন্ত্রণালয় থেকে পাস হয়েছে। সেখান থেকেই দরপত্র আহ্বান করা হয়েছে। ঠিকাদার সেখান থেকেই নিয়োগ করা হয়েছে। এই প্রকল্পের পুরো বিলের টাকাও মন্ত্রণালয় থেকেই প্রদান করা হবে। আমরা শুধু প্রকল্প ভিজিট করতে পারি। প্রকল্পের কাজটি এই মুহূর্তে বন্ধ আছে। জাইকা এই প্রকল্পের কাজটি আপাতত বন্ধ রেখেছেন। কিছু ইট রিজেক্ট করেছেন তারা। সেই সাথে ডিজাইন অনুযায়ী কাজ না করার কারণে জাইকা এই প্রকল্পের কাজ বন্ধ রেখেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এখনো সার্ভে শেষ হয়নি, গঠিত হয়নি পিআইসি

এখনো সার্ভে শেষ হয়নি, গঠিত হয়নি পিআইসি