সুনামগঞ্জ , রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ , ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি ও চার বাম দল এইচএসসিতে ফল বিপর্যয়, অভিভাবকরা হতাশ যাদুকাটা নদীর তীরে গ্রামবাসীর মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহার ও পাড়কাটা বন্ধের দাবি শাল্লায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তা নির্মাণের টাকা আত্মসাতের অভিযোগ এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব না : নির্বাচন কমিশনার সই হল ‘জুলাই সনদ’ বালু লুটের অভিযোগে মামলা,আসামির তালিকায় প্রতিবাদকারীদের নাম জেলা প্রশাসককে পেয়ে গ্রামবাসী উচ্ছ্বসিত সুনামগঞ্জে দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহিলা দলের সমাবেশ সিলেট বোর্ডে ইংরেজিতেই ফল বিপর্যয় ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকতে হবে : মিজান চৌধুরী খাসিয়ামারা নদীতে বালুখেকো সিন্ডিকেট বেপরোয়া যাদুকাটার বালু লুটের সময় ‘টুঁ শব্দ’ না করলেও কাজ শেষে প্রতিবাদ যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলন: ৩৭ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ঋণ পরিশোধের পরও বৃদ্ধার বসতঘরে সুদখোরের তালা সদর হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি শহীদ মিনার ভাঙায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি ‘মব’ সৃষ্টি করে যাদুকাটার বালু লুট জড়িত একাধিক সিন্ডিকেট যাদুকাটায় ‘মব সৃষ্টি করে’ বালু লুট, বন্ধ না হলে নদী ভাঙন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে

জাইকা’র অর্থায়নে সড়ক নির্মাণ প্রকল্প নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৮:২১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৮:২১:২৮ পূর্বাহ্ন
জাইকা’র অর্থায়নে সড়ক নির্মাণ প্রকল্প নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো রাস্তা নির্মাণ প্রকল্পের আওতায় জাইকার অর্থায়নে সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়ম না মেনে নি¤œমানের ‘বাংলা ইট’ ও কাদামাটি যুক্ত ভিট বালু ব্যবহার করে ২ কোটি ৬৮ লাখ ২৮ হাজার ১৬১ টাকার কাজ দায়সারাভাবে শেষ করার পাঁয়তারা করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও কাজে তদারককারী সংশ্লিষ্ট অফিসের কর্তারা। নি¤œমানের কাজ করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে বক্স কেটে ৫ ইঞ্চি সেন্ট ফিলিংয়ের পর মাটিতে ক¤েপকশন করে তার ওপর দুই ধাপে ভালো মানের ইট বসানোর কথা। কিন্তু সেখানে এক নম্বর ইটের পরিবর্তে নি¤œ মানের বাংলা ইট, বালু পরিবর্তে কাদামাটি ভিট বালি ও মাটি কমপেকশন না করে কাদামাটিতেই ইট সলিং রাস্তা কাজ করা হচ্ছে। ফলে সড়কটির স্থায়িত্ব নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী। কাজের সাইটে সাইনবোর্ড দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি বলেও জানান স্থানীয়রা। উপজেলা প্রকল্প কর্মকর্তার (পিআইও) তথ্যমতে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও ‘জাইকা’র ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা প্রকল্প’ (ডিআরএমইপি) অর্থায়নে ২০২২-২০২৩ অর্থ বছরে ২ কোটি ৬৮ লাখ ২৮ হাজার ১৬১ টাকা ব্যয়ে গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে উপজেলার শিমুলবাক ইউনিয়নের আক্তাপাড়া থেকে মুরাদপুর পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তায় মাটি কাটা, রাস্তায় ইট সলিং ও ৩টি কালভার্ট নির্মাণ কাজ বাস্তবায়নের কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ইনোভেশন প্রজেক্ট বাংলা (জেবি)। ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২২-২০২৩ অর্থ বছরে কাজের শুরুতে মুরাদপুর থেকে আক্তাপাড়া পর্যন্ত ৫ কিলোমিটার মাটির রাস্তা ভেকু মেশিন দিয়ে মাটি কেটে কাজ স¤পন্ন করে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সম্প্রতি আক্তাপাড়া-মুরাদপুর গ্রামের ৫ কিলোমিটার মাটির রাস্তার মধ্যে ২ কিলো ৭শ মিটার রাস্তায় ইট সলিং করে নির্মাণকাজ শুরু করা হয়। উক্ত রাস্তার তলেরবন্দ অংশে একাধিক গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্ত ভালোভাবে ভরাট না করে নামমাত্র মাটি দিয়ে গর্ত ঢেকে রাতারাতি ইট সলিং রাস্তা নির্মাণ কাজ শুরু হয়। মাটির রাস্তাটি বক্স কেটে ৫ ইঞ্চি বালু বা ভিট বালুর পরিবর্তে হাফ, এক ইঞ্চি ও দুই ইঞ্চি দিয়ে এবং নি¤œ মানের বাংলা ইট বসানো হয়েছে। এছাড়া কমপেকশন না করে কাচা মাটিতেই রাস্তা নির্মাণকাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। ফলে বৃষ্টির পানিতে সদ্য নির্মাণ করা ইট সলিং রাস্তা দেবে যাচ্ছে। পাশাপাশি ঠিকাদারের লোকজন প্রকল্প এলাকায় স্তূপ আকারে রাস্তার আশপাশে প্রায় ২ লক্ষাধিক ইট রেখেছেন। যাতে প্রয়োজন মতো এলাকাবাসী অগোচরে নি¤œমানের বাংলা ইট ব্যবহার করতে পারে। কাজের শুরুতেই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নামমাত্র ভিট বালির ব্যবহার, নি¤œমানের বাংলা ইট দিয়ে তলেরবন্দ অংশের প্রায় ৪শ ফুট রাস্তা নির্মাণ করায় মুরাদপুর, লালুখালী, আক্তাপাড়া, তলেরবন্দ ও বাহাদুরপুর গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। তলেরবন্দ গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মকবুল হোসেন বলেন, রাস্তা নির্মাণে এক নম্বর ইট দেয়ার কথা থাকলেও নি¤œমানের ইট ও বালি দিয়ে রাস্তার কাজ চলছে। পাঁচ ইঞ্চি ভিট বালির পরিবর্তে হাফ ইঞ্চি কাদামাটিযুক্ত ভিট বালু ব্যবহার করা হচ্ছে। যে পরিমাণ বালি দেওয়ার কথা, তার থেকে অনেক কম দেওয়া হচ্ছে। এভাবে রাস্তা নির্মাণ করা হলে, তা বেশিদিন টিকবে না। লালুখালী গ্রামের বাসিন্দা জলিল উদ্দিন বলেন, ইটের মান এতটাই খারাপ যে, শতকরা ২০ ভাগ ইটও ভালো না। কাদামাটি যুক্ত দিচ্ছে, তাও ঠিকমতো দিচ্ছে না। আমরা এলাকাবাসী মিলে বারবার আপত্তি জানালেও কেউ কর্ণপাত করছে না। কর্মরত শ্রমিকরাও নি¤œমানের ইট ব্যবহারের কথা স্বীকার করে জানিয়েছেন, আমরা যা পাই, তাই দিয়ে কাজ করি। আমাদের করার কিছু নেই। ইনোভেশন প্রজেক্ট বাংলা (জেভি) ঢাকার সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাপ্পি জানান, আমাদের কাজের এভারেজে ৩ ইঞ্চি ভিট বালি ব্যবহার করেছি। কাজটি ত্রুটিপূর্ণ হওয়ায় জাইকার প্রতিনিধিরা কাজটি বন্ধ রেখেছেন। আমরা ১ নম্বর ইটই ব্যবহার করছি। এই প্রকল্পে ২ নাম্বারি কাজের কোনো সুযোগ নাই। শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, এই প্রকল্পের আমাদের তেমন কোন হাত নাই। প্রকল্পটি মন্ত্রণালয় থেকে পাস হয়েছে। সেখান থেকেই দরপত্র আহ্বান করা হয়েছে। ঠিকাদার সেখান থেকেই নিয়োগ করা হয়েছে। এই প্রকল্পের পুরো বিলের টাকাও মন্ত্রণালয় থেকেই প্রদান করা হবে। আমরা শুধু প্রকল্প ভিজিট করতে পারি। প্রকল্পের কাজটি এই মুহূর্তে বন্ধ আছে। জাইকা এই প্রকল্পের কাজটি আপাতত বন্ধ রেখেছেন। কিছু ইট রিজেক্ট করেছেন তারা। সেই সাথে ডিজাইন অনুযায়ী কাজ না করার কারণে জাইকা এই প্রকল্পের কাজ বন্ধ রেখেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সই হল ‘জুলাই সনদ’

সই হল ‘জুলাই সনদ’