যাদুকাটার পাড় কেটে বালু উত্তোলন: চার জনের দুই মাসের কারাদণ্ড
- আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৮:৩৭:০৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৮:৩৭:০৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলনের দায়ে চার জনকে দুই মাস করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়।
জানা গেছে,অভিযান চলা কালে বালু ভর্তি আম্বর আলী নৌ পরিবহন নামে একটি স্টিল বডির বাল্কহেড জব্দ করে তাহিরপুর থানায় জিম্মায় রাখা হয়। এছাড়াও অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪ ধারায় ৪ টি মামলা করে ৪ জন কে পাড় কেটে বালু উত্তোলনের অপরাধে প্রত্যককে ২ মাস করে কারাদণ্ড দিয়ে তাহিরপুর থানা পুলিশ কাছে হস্তান্তর করে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে সার্বিক সহায়তা করেন বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হাফিজুর ইসলামসহ সঙ্গীয় সদস্যবৃন্দ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান মানিক জানান,অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে এবং নদীর পাড় সুরক্ষা রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান,কারাদণ্ড প্রাপ্ত্যদের জেল হাজতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ