ছাতকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৮:২৪:৪৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৮:২৪:৪৩ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি ::
“সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ভূমিকম্প, বজ্রপাত ও অগ্নিকা- বিষয়ক মহড়া স¤পন্ন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপ-প্রশাসনিক কর্মকর্তা ও উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদ আলী।
অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিলন মিয়া, ছাতক থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল আলম ভূইয়া, উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের সিনিয়র ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন, জাইকার উপজেলা ফ্যাসিলিটেটর দেবাশীষ রায়, উপজেলা পরিসংখ্যান অফিসের পরিদর্শক আমিনুল ইসলাম সরকার প্রমুখ। এছাড়াও মহড়া অনুষ্ঠানে পুলিশ আনসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, দুর্যোগ প্রশমন করতে হলে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। নানা দুর্যোগপূর্ণ সময়ে আগে থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ছাতক প্রতিনিধি